মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন [PYEAR1] - [YEAR1] প্রশ্ন উত্তর PDF| WB Madhyamik Physical Science Last Minute Suggestions PDF Download
Wb Madhyamik Physical Science Suggestion [YEAR1] pdf Download : ছাত্র / ছাত্রীরা আজ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন [YEAR1]। তোমরা জানো মাধ্যমিক তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এবং এই পরীক্ষায় তোমরা যাতে ভালো ফলাফল করতে পারো সেজন্য আমরা কিছু ভৌত বিজ্ঞানের বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি।
পর্ষদের নির্ধারিত প্রশ্ন structure অনুযায়ী আমরা West Bengal Madhyamik Physical Science Suggestion [YEAR1] প্রস্তুত করেছি। এই প্রশ্ন গুলি তোমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল পেতে সাহায্য করবে।
এছাড়াও নিম্নলিখিত প্রশ্নগুলি তোমরা নিচে দেওয়া লিংক থেকে ভৌত বিজ্ঞানের সাজেশন পিডিএফ এর আকারে ডাউনলোড করতে পারো। অন্যান্য প্রশ্ন ও উত্তরের জন্য আমাদের Whatsapp ও Telegram গ্রুপ join করতে পারো।
মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশন [YEAR1] দেখুন
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন পিডিএফ নোটস [YEAR1]
চ্যাপ্টার 1 : পরিবেশের জন্য ভাবনা - Madhyamik Physical Science Suggestion [YEAR1]
1. ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা লেখো। বা ওজোন স্তর ক্ষয়ের মূল কারণ কী?
2. সৌরশক্তির প্রধান ব্যবহার গুলি লেখো।
3. বিশ্ব উষ্ণায়নের কারণ, ফলাফল এবং রোধের উপায় লিখ ।
4. মিথেন হাইড্রেট কী? এর সংকেত লেখ।
5. গ্রিন হাউস এফেক্ট কী?
6. বায়ো গ্যাসের দুটি প্রধান ব্যবহার লেখো।
7. জ্বালানির ‘তাপনমূল্য’ কাকে বলে? কয়লা ও ডিজেলের মধ্যে কোন্টির তাপনমূল্য বেশি?
চ্যাপ্টার 2 : গ্যাসের আচরণ - Madhyamik Physical Science Suggestion [YEAR1]
1. গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো।
2. বয়েলের সূত্রটি বিবৃত কর এক্ষেত্রে ধ্রুবক রাশি গুলি কী? বয়েলের সূত্র অনুযায়ী P—V লেখচিত্র আঁকো।
3. বয়েল ও চার্লস-এর সমন্বয় সূত্রের রুপটি লেখ ।
4. অ্যাভোগ্রাড্রো সূত্রটি বিবৃত করো।
5. চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার ধারণাটি লেখো।
6. আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা কর। কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক-এর মান কত?
7. গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো? গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব উল্লেখ করো।
8. বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি (PV=nRT) প্রতিষ্ঠা করো।
চ্যাপ্টার 3 : রাসায়নিক গণনা - Madhyamik Physical Science Suggestion [YEAR1]
1. উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে দুই মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে, কত মোল লোহার প্রয়োজন? ওই পরিমাণ লোহার পারমাণবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর কত হবে?
2. কোনো ধাতব কার্বনেটের 220g-কে উত্তপ্ত করলে 112 g ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 22; বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়?
3. 32.1g অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালশিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2g NH3, 33.3g CaCl, ও 10.8g H,O পাওয়া গেল । কত গ্রাম ক্যালশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করল? এই বিক্রিয়ায় কত মোল NH, এবং STP-তে কত লিটার NH, উৎপন্ন হল? [N=14, H=1] [ME/19]
চ্যাপ্টার 4 : তাপের ঘটনা সমূহ - Madhyamik Physical Science Suggestion [YEAR1]
1. গ্যাসের চাপ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ও সম্পর্ক লিখ ।
2. তরলের আপাত প্রকৃত ও প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপ লেখো।
3. তাপ পরিবাহিতা কাকে বলে এর একক কি।
4. কঠিন পদার্থের ক্ষেত্রে তাপের পরিবহণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এর সাথে তরল পদার্থের পরিবহণে কী পার্থক্য পরিলক্ষিত হয়?
চ্যাপ্টার 5 : আলো - Madhyamik Physical Science Suggestion [YEAR1]
1. দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাসের দ্বিগুণ বা R=2f ব্যাখ্যা করো।
2. মোটর গাড়ির হেডলাইটে এবং দাঁতের ডাক্টারখানায় (Dental Clinic), কী ধরণের দর্পণ ব্যবহার করা হয় ও কেন?
3. প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে, চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় কর ।
4. হাইপারমেট্রোপিয়া ও মায়োপিয়া কি? প্রতিরোধের উপায় কী?
5. বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এক দশমিক পাঁচ (১.৫) হলে, কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত ?
6. আলোর বিচ্ছুরণ কি?
7. গোলীয় দর্পণের ক্ষেত্রে মেরুর সংঙ্গা লিখ এবং লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র ,মুখ্য ও গৌণ ফোকাস-এর সংজ্ঞা লেখ।
8. অবতল দর্পন কীভাবে কোনো বিস্তৃত বস্তুর অসদ,বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।
9. আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো।
10. দিনের বেলা পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?
11. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর গতিবেগ ও তরঙ্গদৈর্ঘ্যের ওপর কীভাবে নির্ভর করে?
12. বায়ুতে আলোর বেগ 3 × 108 মিটার/সেকেন্ড এবং হীরকের মধ্যে আলোর বেগ 1.25 x 108 মিটার/সেকেন্ড। হীরকের প্রতিসরাঙ্ক কত?
13. আলোর প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্রটি লেখ।
চ্যাপ্টার 6 : চলতড়িৎ - Madhyamik Physical Science Suggestion [YEAR1]
1. লেঞ্জের সূত্র ও ওহমের সূত্রটি বর্ণনা করো।
2. তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বর্ণনা করো।
3. রোধাঙ্কের সংজ্ঞা দাও ও একক লিখ।
4. অ্যাম্পিয়ার সন্তরণ নিয়মের বিবৃতি ব্যাখ্যা কর।
5. B.O.T কী? 1 B.O.T সমান কত জুল?
6. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো।
7. শক্তির নিত্যতা সূত্র থেকে কীভাবে লেঞ্জের সূত্রটি ব্যাখ্যা করা যায়?
8. বার্লোর চক্রের ঘূর্ণনের নীতি ব্যাখ্যা করো।
9. মোটর ও ডায়ানামো-এর মূল পার্থক্য লিখ ।
10. বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী পাকিয়ে রাখা হয় কেন?
11. জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ উৎপাদনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
12. ১০ ওহম রোধবিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্যরোধ কত হবে নির্ণয় কর।
13. জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো।
14. শর্ট সার্কিট কী? আর্থিং-এর প্রয়োজনীয়তা কী?
15. একই মানের তড়িৎ উৎসের সঙ্গে ২টি বাল্ব একবার শ্রেণি সমবায়ে, অন্যবার সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে, কোন্ ক্ষেত্রে বাল্বগুলি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং কেন?
16. ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও।
17. তড়িচ্চালক বল ও বিভব-প্রভেদ এর মধ্যে পার্থক্য।
চ্যাপ্টার 7 : পরমানুর নিউক্লিয়াস - Madhyamik Physical Science Suggestion [YEAR1]
1. নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য লেখ।
2. তেজস্ক্রিয় মৌল কাকে বলে? কতগুলি তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও।
3. কোন মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা – ব্যাখ্যা কর।
4. ভর বিচ্যুতি কী?
5. আলফা বিটা ও গামা রশ্মির মধ্যে ভর, আয়নিত করার ক্ষমতা লেখো।
6. আয়নিত যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি কেন?
চ্যাপ্টার 8 : পর্যায় সারণি ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা - Madhyamik Physical Science Suggestion [YEAR1]
1. NaCl গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করলেও কঠিন অবস্থায় তা করে না কেন?
2. হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন?
3. ক্ষার ধাতু ও হ্যালোজেন মৌল গুলির সাথে হাইড্রোজেনের সদৃশ্য ও বৈসাদৃশ্য গুলো ব্যাখ্যা করো।
4. NaCl, HCl এর লুইস ডট গঠন করো।
5. আধুনিক পর্যায় সূত্রটি লেখ। এখানে কটি পর্যায়ে ও কয়টি শ্রেণী?
6. পর্যায় সারণির অতি দীর্ঘ ও অতি হ্রস্ব পর্যায় শ্রেণীর নাম লিখ।
7. আয়ন যদি যৌগ ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো।
8. তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য লেখো।
9. মৌলের আয়নন শক্তি বলতে কী বোঝো? পর্যায় সারণির পর্যায় ও শ্রেণি বরাবর আয়নন শক্তি কীভাবে পরিবর্তিত হয়?
10. ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখো।
11. কোনো মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝায়?
চ্যাপ্টার 9 : আয়নীয় ও সমযোজী বন্ধন - Madhyamik Physical Science Suggestion [YEAR1]
1. তড়িৎযোজী ও সমযোজী যৌগের দুটি ধর্মের তুলনা করো।
2. চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের (Nacl) জলীয় দ্রবণ পারে কেন?
3. NaCl এবং মিথেনের মধ্যে দুটি ভৌতধর্মের পার্থক্য লেখো।
4. একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও।
5. তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহণে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহণে সক্ষম—ব্যাখ্যা করো।
চ্যাপ্টার 10 : তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া - Madhyamik Physical Science Suggestion [YEAR1]
1. জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো।
2. তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? NaCl এর ইলেকট্রোড ব্যবহার করে, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াটি লিখ।
3. পিতলের উপর সোনার এবং পিতলের উপর সিলভারের তড়িৎ লেপন করতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কী ব্যবহার করা হয়?
4. তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝো? দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
5. অ্যানোড মাড কী?
6. কিভাবে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে শর্তসহ সমীকরণটি দেখাও।
7. পরীক্ষাগারে N2 তৈরি করার শর্তসহ সমীকরণ দাও।
8. তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে Al নিষ্কাশনের সময়ে অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট ও ফুয়োস্পার মেশানো হয় কেন?
9. গাঢ় H2SO4-এর চেয়ে লঘু H, SO, তীব্র অ্যাসিড কেন?
10. সব তড়িদবিশ্লেষ্য পদার্থ তড়িতের সুপরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী পদার্থ তড়িদবিশ্লেষ্য নয় কেন?
11. তড়িৎলেপন কাকে বলে? তড়িৎলেপনের দুটি উদ্দেশ্য লেখো।
12. কপার তড়িদ্দ্বার ব্যবহার করে CuSO-এর জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডের কী পরিবর্তন হবে? ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখো।
চ্যাপ্টার 11 : পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন - Madhyamik Physical Science Suggestion [YEAR1]
1. লাইকার এমোনিয়া বলতে কী বোঝো?
2. নাইট্রোলিম কি? এটা কিভাবে উৎপন্ন হয় সমীকরণসহ লেখ।
3. কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লিখ। গ্যাসটি প্রস্তুতির শর্ত, প্রয়োজনীয় উপাদান ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো। গ্যাসটি কীভাবে সংগ্রহ করা হয় উল্লেখ করো।
4. N₂ প্রস্তুতিতে সরাসরি NH₄NO₂-কে উত্তপ্ত করা হয় না কেন?
5. SO, কে সরাসরি জলে দ্রবীভূত করে H₂SO₄ প্রস্তুত করা হয় না কেন?
6. শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটককে বিচূর্ণ অবস্থায় রাখার কারণ কী?
7. স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে SO,-কে কিভাবে H₂SO₄-এ পরিবর্তিত করা হয়? সমিত সমীকরণসহ গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ক্রিয়ার একটি উদাহরণ দাও।
8. ইউরিয়ার ব্যবহার লেখো।
চ্যাপ্টার 12 : ধাতুবিদ্যা - Madhyamik Physical Science Suggestion [YEAR1]
1. থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতির দুটি প্রয়োগ লেখো।
2. ধাতু সংকর কী? কাঁসা, পিতল, দস্তায় কী কী ধাতু বর্তমান?
3. Al, Cu, Fe, Zn এর একটি করে ব্যবহার ও আকরিকের নাম লিখ।
4. মরচে কি? এটা পড়ার শর্ত ও রোদের উপায় কি?
5. ZnS-কে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন?
6. সব আকরিক-ই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়- উক্তিটি ব্যাখ্যা কর।
7. কপার সালফেট জলীয় দ্রবণের লোহার পেরেক ডুবিয়ে রাখলে তার ওপর লাল বাদামি বর্ণের আস্তরণ পড়ে কেন?
চ্যাপ্টার 13 : জৈব রসায়ন - Madhyamik Physical Science Suggestion [YEAR1]
1. অজৈব ও জৈব যৌগের দুটি পার্থক্য উল্লেখ করো।
2. LPG এর মূল উপাদান কী?
3. CH4 কে O2 এ দহন করা হলে কি ঘটে লেখো।
4. আলেয়া কিভাবে উৎপন্ন হয়।
5. পলিথিন,টেফলন,PVC এর নাম মনোমার ও ব্যবহার।
6. বায়োডিগ্রেডেবল ও নন-বায়ো ডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও।
7. IUPAC নাম লেখো: CH3CH2CHO; CH3CH(OH)CH3; CH3COOH
8. ডিনেচার্ড স্পিরিট বলতে কী বোঝ?