মাধ্যমিক (দশম শ্রেণী) জীবন বিজ্ঞান সাজেশন [YEAR1] উত্তর সহ PDF Download Life Science Suggestion

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন [PYEAR1] - [YEAR1] প্রশ্ন উত্তর PDF| WB Madhyamik Life Science Last Minute Suggestions PDF Download

Wb Madhyamik Life Science Suggestion [YEAR1] pdf Download : ছাত্র / ছাত্রীরা আজ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন [YEAR1]। তোমরা জানো মাধ্যমিক তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এবং এই পরীক্ষায় তোমরা যাতে ভালো ফলাফল করতে পারো সেজন্য আমরা কিছু জীবন বিজ্ঞানের বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি। 

পর্ষদের নির্ধারিত প্রশ্ন structure অনুযায়ী আমরা West Bengal Madhyamik Life Science Suggestion [YEAR1] প্রস্তুত করেছি। এই প্রশ্ন গুলি তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল পেতে সাহায্য করবে।
WB Madhyamik Life Science Last Minute Suggestions PDF Download
এছাড়াও নিম্নলিখিত প্রশ্নগুলি তোমরা নিচে দেওয়া লিংক থেকে জীবন বিজ্ঞানের সাজেশন পিডিএফ এর আকারে ডাউনলোড করতে পারো। অন্যান্য প্রশ্ন ও উত্তরের জন্য আমাদের Whatsapp ও Telegram গ্রুপ join করতে পারো।

মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশন [YEAR1] দেখুন


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন পিডিএফ নোটস [YEAR1] | Class 10 Life Science Suggestion

1. ন্যাস্টিক ও ট্যাকটিক চলন এর পার্থক্য লেখো।

2. টেস্টোস্টেরণ হরমোনের ক্ষরণ স্থান ও কাজ লেখো।

3. কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহার লেখো।

4. ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন এর মধ্যে পার্থক্য লেখ।

5. স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন?

6. অক্সিন এর ক্ষরণ স্থল ও ক্রিয়াস্থল ও কাজ লেখো।

7. পাখির উড্ডয়ন পেশী গুলির নাম লেখ।

8. কেমোন‍্যাস্টি ও সিসমোন‍্যাস্টি চলনের পার্থক্য লেখ।

9. অক্সিন কীভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে?

10. উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো।

11. জিব্বেরেলিন এর দুটি উৎস ও দুটি কাজ উল্লেখ কর।

12. অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো।

13. অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখ।

14. একটি উদাহরণের সাহায্যে প্রাণী হরমোনের ‘ফিডব্যাক নিয়ন্ত্রণ’ লেখ।

15. থাইরয়েড গ্রন্থির অবস্থান ও ক্ষরিত তিনটি হরমোনের নাম ও গুরুত্ব লেখো।

16. ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ক্ষরন স্থান ও কাজ লেখ।

17. মাছের গমনে পটকার ভূমিকা কি?

18. সাইটোকাইনিনের উৎস ও কাজ লেখ।

19. অগ্ন্যাশয় কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন?

20. ‘ইনসুলিন ও গ্লুকাগনের কার্যকারিতা একে অপরের বিপরীত’ ব্যাখ্যা কর।

21. পিটুইটারি কে প্রভুগ্রন্থি বলা হয় কেন?

22. অ্যাড্রেনালিনকে আপৎকালীন হরমোন বলে কেন?

23. হরমোন উৎপাদকগ্রন্থিকে অনাল গ্রন্থি বলে কেন?

24. অ্যাক্সন ও ডেনড্রন পার্থক্য।

25. কুশিং সিনড্রোম কি?

26. ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয় এর একটি কাজ উল্লেখ কর।

27. সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? উদাহরণ দাও।

28. মায়োপিয়া ও হাইপারোপিয়া দূরীকরণে কোন কোন লেন্স ব্যবহার করা হয়?

29. মেনিনজেস এর অবস্থান ও কাজ লেখ।

30. জীবের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো।

31. পীত বিন্দু কাকে বলে? এর কাজ উল্লেখ কর।

32. পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ এর পার্থক্য লেখো।

33. মাছের গমনে পাখনার ভূমিকা কি?

34. আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্রসহ বর্ণনা করো।

35. হরমোনকে রাসায়নিক দূত বলে কেনো?

36. পার্থেনোকার্পি কি? এই প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোনের নাম?

37. ক্রোমোজোম কাকে বলে।

38. সমসংস্থ ক্রোমোজোম কাকে বলে?

39. সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া ব্যাখ্যা করো।

40. মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত ? হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড সেট বলতে কী বোঝো ?

41. থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি?

42. একটি TT জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে Tt জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সংকরায়ন ঘটালে প্রথম অপত্রজনিতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ব্যাখ্যা কর।

43. মায়োটম পেশি কাকে বলে?

44. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জুনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি হবে?

45. মাইটোসিস ও মিয়োসিস পার্থক্য লেখো।

46. স্বপরাগযোগের দুটি সুবিধা ও অসুবিধা লেখ।

47. কোয়াসারভেট এর উৎপত্তি কিভাবে হয়েছিল?

48. আলফা থ্যালাসেমিয়া মাইনর আক্রান্ত স্ত্রী ও আলফা থ্যালাসেমিয়া মাইনর আক্রান্ত পুরুষের বিবাহে সন্তান-সন্ততির স্বাভাবিক হওয়ার সম্ভাবনা শতকরা কত? চেকার বোর্ডের সাহায্যে দেখাও।

49. ক্যাকটাসের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ কর।

50. উটের শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ কর এবং উটের RBC র বৈশিষ্ট্য লেখো।

51. হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য গুলি লেখ।

52. ডারউইনবাদ সংক্রান্ত অস্তিত্বের জন্য সংগ্রাম কী কী?

53. ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো।

54. কৃত্রিম হরমোন কাকে বলে? উদ্যান বিদ্যা ও কৃষিবিদ্যায় সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা উল্লেখ কর।

55. ওয়াগল নৃত্য ও রাউন্ড নৃত্য পার্থক্য লেখো।

56. জিরাফের গলা লম্বা হওয়া সম্পর্কে ল্যামার্কের অঙ্গের অবব্যবহারের মতবাদটি উল্লেখ করো।

57. মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকই ভবন সূত্র।

58. মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র।

59. পৃথিবীতে মোট কতগুলি হটস্পট ও কতগুলি মেগা বায়োডাইভারসিটি দেশ আছে?

60. ইন সিটু সংরক্ষণের গুরুত্ব কি?

61. নিউরনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।

62. অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এবং এর ঘটনাস্থল লেখ এই প্রকার কোষ বিভাজনের পদ্ধতিটি সংক্ষেপে লেখ।

63. জীব বৈচিত্র হ্রাসের কারণগুলো কি? জীব বৈচিত্র ধ্বংসের কুফল গুলি বর্ণনা করো।

64. যৌন জননের সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা করো।

65. আদর্শ ক্রোমোজোমের চিহ্নিত চিত্র।

66. অযৌন জননের সুবিধা ও অসুবিধা গুলি লেখ।

67. জনবিস্ফোরণের সমস্যা ও সমাধান লেখো।

68. প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব লেখো।

69. মেন্ডেল মটর গাছের সাত জোড়া বিপরতীধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

70. প্রকটতার সূত্র লেখো।

71. মেন্ডেলের সাফল্য লাভের কারণ কি?

72. ক্রসিং ওভার কাকে বলে?

73. হট ডাইলিউট স্যুপ কি?

74. অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? চেকার বোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো।

75. একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে, তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও।

76. সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি কী কী এবং এর কী প্রভাব জীববৈচিত্র্যে পড়ে তা আলোচনা করো।

77. প্রাকৃতিক নির্বাচন কাকে বলে।

78. ডারউইনের প্রাকৃতিক নির্বাচন সূত্রটি লেখ।

79. আলগাল ব্লুম কি।

80. রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কি?

81. প্রত্যেক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার দুটি গুরুত্ব।

82. মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদ এর একটি চিত্র অঙ্কন করো।

83. DNA ও RNA মধ্যে পার্থক্য।

84. মেন্ডেল তার পরীক্ষায় মটর কাজ কেন ব্যবহার করেছিল?

85. মেন্ডেলের দ্বি সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও।

86. থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব লেখো।

87. মাতা বর্ণান্ধ ও পিতা স্বাভাবিক হলে পুত্র বর্ণান্ধ হয় ব্যাখ্যা কারো।

88. সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে ও পার্থক্য লেখ উদাহরণসহ।

89. ল্যামমার্ক বাদ ও ডারউইনবাদের মধ্যে পার্থক্য লেখো।

মাধ্যমিক জীবন বিজ্ঞানের অন্যান্য সাজেশন গুলি


Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।