মানব উন্নয়ন সূচক (Human Development Index)
যে সমস্ত সূচক বা মানের দ্বারা কোন দেশে অর্থনৈতিক উন্নয়নের স্তর নির্ধারণ করা হয় তাকে মানব উন্নয়ন সূচক বলে।
প্রবক্তা :
পাকিস্তানের অর্থনীতিবিদ মেহবুব 1919 সালে এটির প্রথম ধারণা দেন।
নির্ধারক :
সম্মিলিত জাতিপুঞ্জ HDI এর স্তর নির্ধারণের জন্য তিনটি সূচকের কথা উল্লেখ করেন তা হলো -
i. প্রত্যাশিত আয়ুষ্কাল
ii. সাক্ষরতার হার
iii. মাথাপিছু মোট অভ্যন্তরীণ উৎপাদন
শ্রেণীবিভাগ :
এই তিনটি সূচকের উপর নির্ভর করে HDI এর মান 0 - 1 এর মধ্যে থাকে এবং পৃথিবীর সমস্ত দেশগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়।
1. উচ্চমানব HDI (.8 এর অধিক) : ইউরোপের প্রায় সব দেশ এর অন্তর্ভুক্ত রয়েছে যার মধ্যে নরওয়ের স্থান প্রথম।
2. মধ্যম HDI (0.5 - 0.8) : ভারত এই স্তরে রয়েছে যার স্থান হল ১৩৬ এবং সূচক হল 0.554
3. নিম্ন HDI (0.5 এর কম) : নাইজেরিয়া হল সর্বনিম্ন দেশ এর স্থান হল 186 এবং মান হল 0.304