জনবসতি কাকে বলে? কয় প্রকার ও কি কি

জনবসতি :
পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে মানুষ কোনো অঞ্চলে যখন আশ্রয়স্থল গড়ে তোলে, দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করে, বিভিন্ন দিকে যাতায়াত পথ তৈরি করে তখন তাকে বসতি বা জনবসতি বলে।

শ্রেণীবিভাগ

1. কর্ম ধারার ভিত্তিতে বসতি দুই প্রকার -
A. গ্রামীণ বসতি
B. পৌর বসতি

2. স্থায়িত্ব অনুসারে বসতি দুই প্রকার -
A. স্থায়ী বসতি
B. অস্থায়ী বসতি

3. ক্ষেত্রমান অনুসারে বসতি পাঁচ প্রকার - 
A. ক্ষুদ্র গ্রাম (Hamlet)
B. গ্রাম
C. শহর
D. নগর
E. মহানগর

4. বয়:ক্রম অনুসারে বসতি তিন প্রকার -
A. প্রাচীন যুগের বসতি
B. মধ্যযুগীয় বসতি
C. আধুনিক বসতি

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।