Daily Current Affairs In Bengali 30 April 2023 PDF | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023

Daily Bangla Current Affairs Today 30 April 2023 | আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 30 এপ্রিল 2023

Current affairs in bengali
Current Affairs in Bengali 30 April 2023, Bangla Current Affairs 30 April 2023, Bengali Current Affairs 30 April 2023, Daily Current Affairs in Bengali 30 April 2023 - UPSC, TET, Railway, WB Police, WBCS, SSC, Banking, PSC Exam ও অন্যান্য competative exam এর জন্য daily এবং updated কারেন্ট অ্যাফেয়ার্স দেখুন।

Today Current Affairs 30 April 2023 Bangla

1. কোন দেশ ‘আস্তানা ইন্টারন্যাশনাল ফোরাম’ (Astana International Forum) আয়োজন করতে চলছে?
➞ কাজাখস্তান

2. সম্প্রতি দাদরা-নগর-হাভেলি দমন-দিউ তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ইনস্টিটিউশন এর উদ্বোধন করলেন তার নাম -
➞ NAMO Medical Education and Research Institute

3. 68 তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এ সেরা অভিনেতার পুরস্কার পেলেন যিনি -
➞ রাজকুমার রাও

4. 28 এপ্রিল থেকে 30 এপ্রিল হেরিটেজ উৎসব কোন রাজ্যে পালিত হচ্ছে ?
➞ গোয়া

5. আয়ুষ্মান ভারত দিবস কবে পালিত হয় ?
➞ 30 শে এপ্রিল

6. সম্প্রতি যিনি 2024 সালের জুন মাস পর্যন্ত LIC এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন -
➞ সিদ্ধার্থ মোহান্তি

7. সম্প্রতি প্রকাশিত ২০২২ সালের “World’s Largest Military Spending” তালিকায় ভারতের স্থান কত?
➞ চতুর্থ

8. ভারতের কোন মেট্রো Green World Award 2023 পুরস্কার পেয়েছে?
➞ চেন্নাই মেট্রো

9. সম্প্রতি কোন দেশ ChatGPT -এর প্রতিদ্বন্দ্বী ‘GigaChat- AI chatbot’ চালু করেছে?
➞ রাশিয়া

10. বিশ্বের প্রথম রোবোটিক চেক-ইন অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো যে দেশ -
➞ Emirates


TAG :
Today current affairs, current affairs today, updated current affairs in bengali, today bengali current affairs, current affairs today in bengali, bangla current affairs pdf download, recent current affairs in bengali, Today General knowledge, General knowledge today, today GK, GK in bengali, Bengali Current GK, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, বাংলা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ডাউনলোড, নতুন কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, আজকের নতুন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলা কুইজ, আজকের বাংলা কুইজ

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।