জনসংখ্যা বিবর্তনের মডেল বলতে কী বোঝো

জনসংখ্যা বিবর্তন মডেল

কোন দেশের জন্মহার ও মৃত্যু হারে ক্রম পরিবর্তন দ্বারা যখন জনসংখ্যার ধারাবাহিক বিবর্তনের ক্রমপর্যায় আলোচনা করা হয় তখন তাকে জনসংখ্যা বিবর্তন মডেল বলে।

প্রবক্তা :
1929 সালে ওয়ার্নার থমসন এটি প্রথম প্রবর্তন করেন।



পর্যায় বৈশিষ্ট্য উদাহরণ
 প্রথম পর্যায়  1. উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার।
2. স্বল্প জনসংখ্যা বৃদ্ধি।
3. কৃষিভিত্তিক দুর্বল অর্থনীতি।
 জাম্বিয়া,  সোয়াজিল্যান্ড
 দ্বিতীয় বা নবীন পাশ্চাত্য পর্যায়  1. উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার।
2. জনসংখ্যা দ্রুত বৃদ্ধি।
3. শিল্পের উন্নয়ন ও উন্নয়নের শুরু।
 চীন, ভারত, বাংলাদেশ ইত্যাদি
 তৃতীয় বা আধুনিক পাশ্চাত্য পর্যায়  1. নিম্ন জন্মহার ও নিম্ন মৃত্যুহার।
2. জনসংখ্যা বৃদ্ধি হ্রাস।
3. আধুনিক কৃষি শিল্প ও বাণিজ্য সহ সবল অর্থনীতি।
 আমেরিকা, জাপান
 চতুর্থ বা পরিণত পর্যায়  1. নিম্ন জন্মহার ও অতি নিম্ন মৃত্যুহার।
2. জনসংখ্যার স্থিতাবস্থা।
3. প্রয়োজনের তুলনায় জনসংখ্যা হ্রাস, সবল অর্থনীতি দুর্বল হওয়ার সম্ভাবনা ইত্যাদি।
 ডেনমার্ক, সুইডেন, নরওয়ে ইত্যাদি

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।