উন্নয়নশীল ও উন্নত দেশের বয়ঃলিঙ্গ জনসংখ্যা অনুপাতের পার্থক্য লেখ।

উন্নয়নশীল ও উন্নত দেশের বয়ঃলিঙ্গ জনসংখ্যা অনুপাতের পার্থক্য

উন্নয়নশীল ও উন্নত দেশের বয়ঃলিঙ্গ জনসংখ্যা অনুপাতের পার্থক্য নিম্নরূপ -

নির্ভরশীল জনসংখ্যা :
➞ উন্নত দেশের পিরামিডে নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কম হয়।
➞ উন্নয়নশীল দেশের পিরামিডে নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ তুলনামূলক বেশি।

ভূমির বৈশিষ্ট্য :
➞ উন্নত দেশের জন্মহার কম হওয়ায় পিরামিডে ভূমিভাগ অপ্রশস্ত।
➞ উন্নয়নশীল দেশের জন্মহার বেশি হওয়ায় পিরামিডে ভূমিভাগ প্রশস্ত হয়।

পিরামিডের শীর্ষ দেশের বৈশিষ্ট্য :
➞ উন্নত দেশে বয়স্ক জনসংখ্যার হার বেশি হওয়ায় শীর্ষ দেশ প্রশস্ত হয়।
➞ উন্নয়নশীল দেশে বয়স্ক জনসংখ্যার পরিমাণ কম হওয়ায় শীর্ষ দেশ তীক্ষ্ণ আকৃতির হয়।

মাথাপিছু আয় :
➞ উন্নত দেশে উপার্জনশীল জনসংখ্যার পরিমাণ বেশি হওয়ায় মাথাপিছু আয় বেশি হয়।
➞ উন্নয়নশীল দেশে উপার্জনশীল জনসংখ্যার পরিমাণ কম হওয়ায় মাথাপিছু আয় কম হয়।

পিরামিডের আকৃতি :
➞ উন্নত দেশের পিরামিডের আকৃতি ঘন্টা, নাশপাতি বা ব্যারেলাকৃতির হয়।
➞ উন্নয়নশীল দেশের পিরামিড একটি সমবাহু ত্রিভুজ বা ধনুক আকৃতির হয়।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।