পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে কার্পাস চাষে উন্নতির কারণ

পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে কার্পাস চাষে উন্নতির কারণ

পাকিস্তানে প্রায় 14 লক্ষ হেক্টর কৃষি জমিতে কার্পাস চাষ করা হয়। এর প্রায় 95 শতাংশ সিন্ধু নদ অববাহিকার পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে উৎপাদন হয় নিম্নে এই উন্নতির কারণ গুলি হল -

প্রাকৃতিক কারণ

জলবায়ু :
পাকিস্তানের পূর্বাংশে বর্ষাকালে ২৫ থেকে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, দক্ষিণে আরব সাগরের আর্দ্র সামুদ্রিক বায়ু এবং সারা বছর ২৫ থেকে ৫০ সেমি বৃষ্টিপাতের সঙ্গে ২০০ টি তুহিন মুক্ত দিন কার্পাস চাষে উন্নতি ঘটিয়েছে।

মৃত্তিকা :
সিন্ধু নদ অববাহিকার জল ধারণ ক্ষমতা যুক্ত পলি মাটি কার্পাসের অধিক ফলন ঘটায়।

জমি :
সিন্ধু ও তার উপনদী সমূহের অববাহিকায় উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত সমতল কৃষি জমি কার্পাস চাষের জন্য আদর্শ।

জলসেচ :
পূর্বদিকে বৃষ্টিপাত কম হলেও বিভিন্ন বাঁধ ও জলধার, ব্যারেজ, নদী সংযোগকারী খাল ইত্যাদি ব্যাপক মাত্রায় থাকায় জল সেচের সুবিধা রয়েছে।

অর্থনৈতিক কারণ

শ্রমিক :
পাকিস্তানের 90% জনসংখ্যা সিন্ধু সমভূমি অঞ্চলে কেন্দ্রীভূত তাই কার্পাস চাষের জন্য সুলভ ও সস্তায় শ্রমিক পাওয়া যায়।

আধুনিক কৃষি প্রযুক্তি :
রপ্তানি মুখী ও বাণিজ্যিকভাবে লাভজনক কার্পাস উৎপাদন করতে কৃষকগণ N2 সার, কীটনাশক ও যন্ত্রপাতির ব্যবহার কার্পাস চাষে অধিক ফলন ঘটিয়েছে।

অন্যান্য :
পাকিস্তানের সরকার বিপুল অর্থ বিনিয়োগ করেছে অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং উন্নত সড়ক রেল ও নিত্যবহ সিন্ধু নদীর জলে পরিবহনের উন্নতি হয়েছে এসব বিভিন্ন কারণের জন্য এখানে কার্পাস চাষের উন্নতি ঘটেছে।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।