একাদশ শ্রেণীর দ্বীপান্তরের বন্দিনী ছোট প্রশ্ন ও উত্তর (SAQ)

একাদশ শ্রেণীর দ্বীপান্তরের বন্দিনী ছোট প্রশ্ন ও উত্তর | Class 11 Bangla Notes Suggestions PDF

1। দ্বীপান্তরের বন্দিনী মূল কাব্যের নাম কি?

➞ ফনিমনসা

2। শস্ত্রপাণি বলতে কি বুঝিয়েছেন?
➞ অস্ত্র ধৃত হস্ত অর্থাৎ ইংরেজ সরকারের পুলিশ প্রশাসনকে বুঝিয়েছেন।

3। বীণার তন্ত্রী বলতে কি বুঝিয়েছেন?
➞ বীণার তন্ত্র বলতে স্বাধীনতার দাবি তথা মানুষের ঐক্যবদ্ধ কণ্ঠস্বরকে বুঝিয়েছেন।

4। রক্ষপুর বলতে কি বুঝিয়েছেন?
➞ ইংরেজ শাসিত ভারতবর্ষকে বুঝিয়েছেন।

5। বাণী যেথা ঘানি টানে নিস্বাধীন - এর অর্থ কি?
➞ মানুষের মুক্ত কণ্ঠস্বরকে রুদ্ধ করে রাখার অপচেষ্টা কে বোঝানো হয়েছে।

6। বিধির বেতার মন্ত্র বলতে কি বুঝিয়েছেন?
➞ স্বাধীনতার বার্তা কে বুঝিয়েছেন

7। বেদীকে শূন্য বলা হয়েছে কেন?
➞ কারণ বেদীতে অধিষ্ঠাত্রী দেশমাতা দ্বীপান্তরের বন্দিনী রয়েছে বলে।

8। জীবন চোয়ালে সেই ঘানি বলতে কী বোঝায়?

➞ দেশের জন্য আত্মত্যাগ এর ইতিহাস কে বোঝাতে চেয়েছেন।

9। ভারতের বন্দিদশা কে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
➞ লঙ্কায় সীতার বন্দীদশার সঙ্গে তুলনা করা হয়েছে।

10। কবি কেন ঢাক ও শাঁখ বাজাতে বলেছেন?
➞ কারণ কবির মতে দ্বীপান্তরের ঘানিতে যুগান্তরের ঘূর্ণিপাক লেগেছে।

11। ভারত ভারতী বলতে কাকে বুঝিয়েছেন?
➞ দেশ মাতাকে বুঝিয়েছেন।

12। শতদল বলতে কি বুঝিয়েছেন?
➞ স্বাধীনতার দাবি বা প্রতিবাদকে বুঝিয়েছেন।


Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।