শস্যাবর্তন (Crop Rotation) কাকে বলে? বন্টন, সুবিধা ও উদাহরণ দাও।

শস্যাবর্তন (Crop Rotation) কাকে বলে? বন্টন, সুবিধা ও উদাহরণ দাও।

শস্যাবর্তন (Crop Rotation)
যে কৃষি ব্যবস্থার মাধ্যমে একই জমিতে বছরের বিভিন্ন ঋতুতে বা বিভিন্ন সময়ে অনেক প্রকার ফসল উৎপাদন করে জমির স্বাভাবিক উর্বরতা শক্তি বজায় রাখার চেষ্টা করা হয়, তাকে শস্যাবর্তন বলে।

বন্টন
ভূমধ্যসাগরীয় কৃষি, মিশ্র কৃষি ও নিবিড় কৃষিতে শস্যাবর্তন দেখা যায়।

সুবিধা
1. মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়।
2. ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
3. আগাছা ধ্বংস হয়।
4. মাটির জৈব পদার্থ বৃদ্ধি পায়।
5. মাটিতে নাইট্রোজেনের সংযোজন ঘটে।
6. ভূমিক্ষয় নিয়ন্ত্রণ হয়।
7. পশু খাদ্যের চাষ হয়।
8. চাষির আয় বৃদ্ধি পায়।

উদাহরণ
একই জমিতে প্রথম বছরে খাদ্যশস্য, দ্বিতীয় বছরে সুটি জাতীয় শস্য, তৃতীয় বছরে হিউমাস চাষের মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি পায়।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।