Daily Current Affairs In Bengali 19 September 2022 PDF | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022

Daily Bangla Current Affairs Today 19 September 2022 | আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 19 সেপ্টেম্বর 2022

Current Affairs in Bengali 19 September 2022, Bangla Current Affairs 19 September 2022, Bengali Current Affairs 19 September 2022, Daily Current Affairs in Bengali 19 September 2022 - UPSC Exam, TET Exam, Railway Exam, WB Police Exam ও অন্যান্য competative exam এর জন্য daily এবং updated কারেন্ট অ্যাফেয়ার্স দেখুন। আপনাদের সুবিধার জন্য প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এখানে publish করে থাকি।
Current affairs

Today Current Affairs 19 September 2022 Bangla

1. কোন জুলজিক্যাল পার্ক দেশের সেরা চিড়িয়াখানা হিসেবে স্বীকৃত হয়েছে?

➞ পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, দার্জিলিং

2. কে 'হায়দরাবাদ মুক্তি দিবস' উদযাপনের উদ্বোধন করেছেন?

➞ অমিত শাহ

3. 2022 সালের জিডিপির অনুপাতে ভারতের লজিস্টিক খরচ কত?
➞ 13 - 14 %

4. সম্প্রতি কে ভারতের ৭৬ তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন ?
➞ প্রণব আনন্দ

5. সেপ্টেম্বর 2022-এ, ‘হোয়াটসঅ্যাপে পেমেন্ট’-এর মাধ্যমে FASTag রিচার্জ সক্ষম করতে নিচের কোন ব্যাঙ্ক WhatsApp-এর সাথে অংশীদারিত্ব করেছে?
➞ IDFC First Bank

6. কোন দেশের জলবায়ু কর্মী 'ভেনেসা নাকাতে' ইউনিসেফের শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছেন?
➞ উগান্ডা

7. কোন রাজ্য সংস্কারবাদী নেতা ইভি রামাসামির (পেরিয়ার) জন্মদিনে 'সামাজিক ন্যায়বিচার দিবস' উদযাপন করে?
➞ তামিলনাড়ু

8. বিশ্বের প্রথম Cheetah Rehabilitation Project লঞ্চ করলেন যিনি ?

➞ নরেন্দ্র মোদী

9. দেশের কোন রাজ্যের পুলিশ বাহিনী যারা ছয় বছরের বেশি শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে ফরেনসিক প্রমাণ সংগ্রহ বাধ্যতামূলক করেছে?
➞ দিল্লি

10. কোন দেশ 'World Water Congress and Exhibition 2022' আয়োজন করেছে?
➞ ডেনমার্ক

11. 2023 সালে কোন দেশ সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) এর আয়োজক?
➞ ভারত

12. স্বাতী পিরামল কোন দেশের দ্বারা ‘Knight of the Legion of Honour’-এ সম্মানিত হলেন ?
➞ ফ্রান্স

13. অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ 2023 সালে কোন দেশে অনুষ্ঠিত হবে?

➞ দক্ষিণ আফ্রিকা

14. সম্প্রতি আহমেদাবাদের মেডিকেল কলেজের নাম কোন ব্যক্তির নামে রাখা হয়?
➞ নরেন্দ্র মোদী

15. মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি 'MI এমিরেটস' তাদের প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করেছে?
➞ শেন বন্ড

TAG :
Today current affairs, current affairs today, updated current affairs in bengali, today bengali current affairs, current affairs today in bengali, bangla current affairs pdf download, recent current affairs in bengali, Today General knowledge, General knowledge today, today GK, GK in bengali, Bengali Current GK, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, বাংলা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ডাউনলোড, নতুন কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, আজকের নতুন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলা কুইজ, আজকের বাংলা কুইজ

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।