ক্রান্তীয় ঘূর্ণবাত (Tropical Depression) কি? এর বৈশিষ্ট্য লেখ।

ক্রান্তীয় ঘূর্ণবাত (Tropical Depression) কি? এর বৈশিষ্ট্য লেখ।

ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে নিম্নচাপ বিশিষ্ট এক ধরনের দুর্বল প্রকৃতির ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাকে দুর্বল ক্রান্তীয় ঘূর্ণবাত বা ট্রপিক্যাল ডিপ্রেশন বলে।

বৈশিষ্ট্য
1. এর গতিবেগ ঘন্টায় 40 থেকে 60 কিমি হয়।
2. এটি মাত্র কয়েকটি এককেন্দ্রিক বৃত্তাকার সম্প্রেস রেখা দ্বারা আবদ্ধ থাকে।
3. এর ব্যাস 200 থেকে 500 কিমি হয়।
4. এক্ষেত্রে প্রবল ঝড়-ঝঞ্ঝা হয়না কিন্তু একটানা বৃষ্টি হয়।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।