মৃত্তিকার ক্ষয় ও মৃত্তিকা অবনমনের পার্থক্য
বিষয় |
মৃত্তিকার ক্ষয় |
মৃত্তিকার অবনমন |
সংজ্ঞা |
প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে মৃত্তিকা কণা সমূহের স্থানান্তর কে মৃত্তিকার ক্ষয় বলে। |
প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে মৃত্তিকার গুণগতমান হ্রাস ঘটলে তখন তাকে মৃত্তিকার অবনমন বলে। |
কারণ |
বৃষ্টিপাতের আধিক্য, তীব্র বায়ুপ্রবাহ, অনিয়ন্ত্রিত পশুচারণ, বনভূমি ধ্বংস ইত্যাদি। |
অতিরিক্ত জলসেচ, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ, অতিরিক্ত অজৈব সারের ব্যবহার ইত্যাদি। |
নির্ভরশীলতা |
ইহা মৃত্তিকা অবনমনের উপর নির্ভরশীল নয়। |
ইহা মৃত্তিকার ক্ষয় উপর নির্ভরশীল। |
সময় |
ইহা দ্রুত সংগঠিত হয়। |
ইহা ধীরে ধীরে সংগঠিত হয়। |
প্রক্রিয়া |
রিল ক্ষয়, সির্চ ক্ষয় ইত্যাদি |
অমলত্ব, ক্ষারত্ব ও লবণাক্তকরণ। |
অনুধাবন |
এটি সহজে বোঝা যায় |
পরীক্ষার মাধ্যমে এটি সনাক্ত করতে হয়। |
Save / Download as PDF File
30 seconds left to download