পরিণত ও অপরিণত মাটির পার্থক্য
পার্থক্যের বিষয় |
পরিণত মৃত্তিকা |
অপরিণত মৃত্তিকা |
সৃষ্টির পর্যায় |
এক্ষেত্রে মাটি গঠনের প্রক্রিয়ার কাজ প্রায় শেষ হয়ে আসে। |
এক্ষেত্রে মৃত্তিকা গঠনের কাজ অসম্পূর্ণ থেকে যায়। |
শিলার চিন্হ |
আদি শিলার চিন্হ থাকেনা। |
আদি শিলার যথেষ্ট চিন্হ থাকে। |
স্থিতাবস্থা |
এক্ষেত্রে ভৌত ও রাসায়নিক ধর্ম গুলি প্রায় স্থিতিশীল। |
এক্ষেত্রে ভৌত ও রাসায়নিক ধর্মগুলো পরিবর্তনশীল। |
সংবদ্ধতা |
এই মৃত্তিকা দৃঢ় ও সুসংবদ্ধ হয়। |
এই মৃত্তিকা ভঙ্গুর ও আলগা হয়। |
স্তর |
এটিতে মৃত্তিকার সমস্ত স্তর সৃষ্টি হয়। |
এটিতে মৃত্তিকার একটি বা দুটি স্তর বা কোনো স্তর গড়ে ওঠেনা। |
উদাহরন |
পডসল, তুন্দ্রা, ল্যাটেরাইট |
লিথোসল, রেগোসল |
Save / Download as PDF File
30 seconds left to download