মাটির উর্বরতা ও মাটির উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য
বিষয় |
মাটির উর্বরতা |
মাটির উৎপাদনশীলতা |
সংজ্ঞা |
উদ্ভিদের বৃদ্ধির জন্য মৃত্তিকার পুষ্টি মৌল গুলির যোগানের ক্ষমতাকে উর্বরতা বলে। |
পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এক বা একাধিক ফসল উৎপাদনের ক্ষমতাকে উৎপাদনশীলতা বলে। |
নির্ভরতা |
এটি উৎপাদনশীলতার উপর নির্ভরশীল নয়। |
এটি উর্বরতার উপর নির্ভরশীল। |
প্রকৃতি |
এটি একটি মাটির মৌলিক বৈশিষ্ট্য। |
এটি একটি মাটির পরিবর্তনশীল বৈশিষ্ট্য। |
নিয়ন্ত্রক |
এটি প্রধান পুষ্টি মৌল গুলির ওপর নির্ভর করে। |
এটি মাটির কর্ষণ, জল নিকাশি ও সারের প্রয়োগ এর উপর নির্ভর করে। |
হ্রাস বৃদ্ধি |
এটি ঋতু পরিবর্তনের সঙ্গে হ্রাস বৃদ্ধি পায় না। |
এটি ঋতু পরিবর্তনের সঙ্গে হ্রাস বৃদ্ধি পায়। |
Save / Download as PDF File
30 seconds left to download