লা-নিনা (La Nina) কাকে বলে?

লা-নিনা (La Nina)

লা-নিনা শব্দের অর্থ হলো শিশু কন্যা এটি এল নিনোর বিপরীত অবস্থা। বায়ু সঞ্চালনের ফলে স্বাভাবিক অবস্থায় অক্ষরেখা বরাবর বায়ু পূর্ব দিকের উচ্চচাপ বলয় থেকে পশ্চিমে প্রবাহিত হয়। এই অবস্থায় সমুদ্রের জলের উষ্ণতা স্বাভাবিক উষ্ণতা অপেক্ষা 4° কমে গেলে পেরু-চিলির উপকূল বরাবর যে শীতল স্রোত প্রবাহিত হয় তাকে লা-নিনা বলে।।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।