এল নিনো কাকে বলে? এর প্রভাব লেখ।
কোনো কোনো বছর ডিসেম্বর মাসে দক্ষিণ আমেরিকার পশ্চিমে পেরু ও ইকুয়েডের উপকূল বরাবর উত্তরমুখী শীতল স্রোতের পরিবর্তে দক্ষিণ মুখী উষ্ণ স্রোত প্রবাহের ফলে যে বিপরীত অবস্থা সৃষ্টি হয় তাকে এল নিনো বলে।
এল নিনোর প্রভাব
1. এল নিনোর প্রভাবে নিরক্ষরেখার যেখানে নিম্নচাপের সৃষ্টি হয় সেখানে বজ্রপাতসহ প্রচুর বৃষ্টিপাত হয়।
2. উত্তর আমেরিকার মধ্য পশ্চিম এবং উত্তর-পূর্ব অংশ এবং কানাডায় শীতের প্রকোপ কমে।
3. আমাজন অববাহিকা, কলম্বিয়া, মধ্য আমেরিকা ও অস্ট্রেলিয়ায় শুষ্ক আবহাওয়া বিরাজ করায় দাবানলের সৃষ্টি হয়।
4. পূর্ব আফ্রিকায় বৃষ্টিপাতের সময় বেড়ে যাওয়ায় এখানে মার্চ থেকে মে মাস পর্যন্ত আদ্র ঋতু বিরাজ করে।
5. দক্ষিণ মধ্য আফ্রিকায় এল নিনোর আবির্ভাব ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত লক্ষ্য করা যায়।
6. স্বাভাবিক বছরগুলোতে পেরুর শুষ্ক অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 10 থেকে 13 সেমি তা এল নিনোর সময় ৩০০ থেকে ৪০০ সেমি হয়।
7. এল নিনোর বছরগুলিতে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, পেরু ও চিলির শুষ্ক মরুভূমিতে অতিবৃষ্টির ফলে বন্যার সৃষ্টি হয়েছে, যাতে করে ১৬ হাজার লোক প্রাণ হারিয়েছে।