দূর্যোগ ও বিপর্যয় পার্থক্য

দূর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য

বিষয় দূর্যোগ বিপর্যয়
সংজ্ঞা বিভিন্ন প্রাকৃতিক ও মানবিক কারণে পরিবেশে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের জীবনকে ব্যাহত করে ও জীবনহানি ঘটে এবং পরিবেশে এক ভীতির সঞ্চার করে, একে দূর্যোগ বলে। বিপর্যয় হলো এমন এক ঘটনা যার মাধ্যমে মানুষের জীবন হানি, অর্থনৈতিক অবস্থা সম্পত্তি হানি, যোগাযোগ ও স্বাস্থ্য পরিষেবা এতটাই অবনতি ঘটে যে বাইরে থেকে সাহায্যের দরকার হয়।
সৃষ্টির কারণ প্রকৃতি হলো দূর্যোগ সৃষ্টির প্রধান কারণ। প্রকৃতির কারণে বিপর্যয়ের জন্য মানুষই দায়ী।
পরিসর প্রাকৃতিক দূর্যোগ বিশাল এলাকা জুড়ে ঘটে। বিপর্যয় মূলত স্থানীয়ভাবে বা কম পরিসর জায়গা জুড়ে ঘটে।
ক্ষয়ক্ষতি দুর্যোগে জীবন ও সম্পত্তির বিশেষ ক্ষয়ক্ষতি হয়না। 100 জনের বেশি মৃত্যু ও 100 মার্কিন ডলার অপেক্ষা বেশি ক্ষয়ক্ষতি হলে তাকে বিপর্যয় হিসেবে গণ্য করা হয়
প্রভাব ক্ষয়ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত কম হওয়ায় দেশীয় অর্থনীতির ওপর বিশেষ চাপ পড়েনা। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হওয়ায় দেশীয় অর্থনীতির ওপর চাপ পড়ে।
উদাহরন বন্যা, ঝড়বৃষ্টি, ভূমিধ্বস ভূমিকম্প, অগ্নুৎপাত

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।