জলজ উদ্ভিদ ও জাঙ্গল উদ্ভিদের মধ্যে পার্থক্য ( Geography)
বিষয় |
জলজ উদ্ভিদ |
জাঙ্গল উদ্ভিদ |
জলবায়ু |
এরা আদ্র জলবায়ুর উদ্ভিদ |
মরু এবং শুষ্ক জলবায়ুর উদ্ভিদ |
পরিবেশ |
সম্পূর্ণ জলজ পরিবেশে জন্মায় |
মাটিতে জলের অভাব প্রকট এমন শুষ্ক বা প্রায় শুষ্ক পরিবেশে জন্মায়।। |
জীবনচক্র |
এরা সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে |
এরা সাধারণত ক্ষণস্থায়ী ও দীর্ঘমেয়াদী দুই হয় |
কোশের বৈশিষ্ট্য |
কোশ গুলি বড়ো এবং গহ্বর যুক্ত হয়। |
কোশগুলোর কোন নির্দিষ্ট আকার থাকে না |
প্লবতা |
কোশগুলি স্পঞ্জের মত হওয়ায় এগুলি বায়ুপূর্ণ থাকে ফলে সহজে জলে ভাসতে পারে। |
এরা ভাসমান নয়, সস্থানিক হয়। |
পাতার প্রকৃতি |
এই জাতীয় উদ্ভিদের পাতা তৈলাক্ত প্রকৃতির হয় |
এজাতীয় উদ্ভিদের পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে আবৃত থাকে। |
পাতার আয়তন |
এই প্রকার উদ্ভিদের পাতা বড়ো হয়। |
এদের পাতা সরু কাটায় পরিণত হয়। |
Save / Download as PDF File
30 seconds left to download