জল নির্গমন প্রণালী কাকে বলে ? এর নিয়ন্ত্রক গুলি লেখো।
শিলার গঠন, প্রবেশ্যতা ইত্যাদি নিয়ন্ত্রক দ্বারা যখন প্রধান নদী, উপনদী ও শাখা নদী একত্র ক্রমবিকাশের দ্বারা যে নানারকম নদী বিন্যাস গড়ে তোলে তাকে নদী নকশা বা জলনির্গমন প্রণালী বলে।
নদী নকশার নিয়ন্ত্রক
1. ভূমির প্রারম্ভিক ঢাল
ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে বিভিন্ন ধরনের নদী নকশা গড়ে ওঠে।
উদাহরন - কেন্দ্র বিমুখ, কেন্দ্রমুখী নদী নকশা।
2. শিলার বিন্যাস
কোনো অঞ্চলের শিলা অনুভূমিক, উলম্ব বা তির্যক বিন্যাস দ্বারা বিভিন্ন নদী নকশা গড়ে ওঠে।
3. শিলার কাঠিন্যের তারতম্য
শিলা কঠিন হলে নদীর ক্ষয় কাজ কম হয় ও নরম হলে ক্ষয় কাজ বেশি হয়, এর দ্বারা বিভিন্ন নদী নকশা গড়ে ওঠে।
উদাহরন - গম্বুজ গঠন যুক্ত অঞ্চলে অঙ্গুরীয় নদী নকশা গড়ে ওঠে।
4. ভূ গঠনিক নিয়ন্ত্রক
পর্বত, মালভূমি, সমভূমি, উপত্যকা, মরুভূমি ইত্যাদি পার্থক্যের জন্য বিভিন্ন জল নির্গমন প্রণালী গড়ে ওঠে।
5. ফাটল ও চ্যুতির অবস্থান
ফাটল ও চ্যুতি অবস্থান যুক্ত অঞ্চলে আয়তকার ও পৌনিক জল নির্গমন পদ্ধতি গড়ে ওঠে।
6. অববাহিকা অঞ্চলের জলবায়ু
অববাহিকা অঞ্চলের জলবায়ু শুষ্ক ও আদ্র হলে ভিন্ন ধর্মী জলনির্গমন প্রণালী গড়ে ওঠে।
আরো অন্যান্য প্রশ্নগুলি