পডসলাইজেশন পদ্ধতি আলোচনা করো।
শীতল ও আদ্র নাতিশীতোষ্ণ জলবায়ুর সরলবর্গীয় অরণ্য অঞ্চলে আমলীক গ্রানাইট বেলেপাথর থেকে ছাই রঙের অম্লধর্মী পডসল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে পডসলাইজেশন বলে।
পডসলাইজেশন প্রক্রিয়া
শীতল ও উপক্রান্তীয় অঞ্চলে মাটির 'A' স্তরে সরলবর্গীয় উদ্ভিদ পচে অনুজীবের অভাবে একটি আস্তরণ তৈরি করে (Duff) ও পরবর্তী সময়ে ধৌত প্রক্রিয়ায় Ca, Mg প্রভৃতি ক্ষারকীয় দ্রবণ 'B' স্তরে অপসারিত হয়ে ছাই বা ধূসর বর্ণের পডসল মাটির সৃষ্টি হয়।
আরো অন্যান্য প্রশ্নগুলি