পেডালফার ও পেডোক্যাল মাটির পার্থক্য
পার্থক্যের বিষয় | পেডালফার | পেডোক্যাল |
---|---|---|
সংজ্ঞা | যে মৃত্তিকায় অ্যালুমিনিয়াম ও লোহার পরিমাণ বেশি থাকে, তাকে পেডালফার মৃত্তিকা বলে। | যে মৃত্তিকায় ক্যালসিয়াম বা চুনের পরিমাণ বেশি থাকে তাকে পেডোক্যাল মৃত্তিকা বলে। |
রাসায়নিক ধর্ম | এটি আমলিক মৃত্তিকা হয়। | এটি ক্ষারকীয় মৃত্তিকা হয়। |
পদার্থের প্রাধান্য | এখানে লোহা ও অ্যালুমিনিয়াম বেশি থাকে। | এখানে ক্যালসিয়াম কার্বনেটের প্রাধান্য থাকে। |
জলবায়ু | এটি অধিক বৃষ্টিপাত যুক্ত আদ্র অঞ্চলে গড়ে ওঠে। | এটি সল্প বৃষ্টিপাত যুক্ত শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চলে গড়ে ওঠে। |
প্রক্রিয়া | এটি অনুস্রাবণের ফলে সৃষ্টি হয়। | এটি কৈশিক প্রক্রিয়ায় সৃষ্টি হয়। |
বর্ণ | এটি আয়রন অক্সাইড বেশি থাকায় লাল বর্ণের হয়। | এটিতে লবণ চুন ও জৈব পদার্থ বেশি থাকায় কালচে ধূসর বর্ণের হয়। |
pH | এর pH মান 7 এর কম হয়। | এর pH এর মান 7 এর বেশি হয়। |
উদাহরন | তুন্দ্রা, পডজল, ল্যাটেরাইট | চারনোজেম, সিরোজেম। |
আরো অন্যান্য প্রশ্নগুলি