পেডিমেন্ট ও বাজাদা কাকে বলে ও এদের পার্থক্য লেখো

পেডিমেন্ট ও বাজাদা পার্থক্য

বিষয় পেডিমেন্ট বাজাদা
নামকরণ পেডি শব্দের অর্থ পাদদেশ এবং মেন্ট শব্দের অর্থ পাহাড় বা পর্বত। অর্থাৎ মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার সম্মিলিত কার্যে সৃষ্ট কঠিন শিলাগঠিত সমতলভূমিকে পেডিমেন্ট বলে। পেডিমেন্ট এর সম্মুখে যে সঞ্চয়জাত সমভূমি গঠিত হয় তাকে বাজাদা বলে।
উৎপত্তি উচ্চভূমির পশ্চাৎ অপসারণের ফলে এটি সৃষ্টি হয়। জল দ্বারা নুড়ি, কাকর, বালি সঞ্চিত হয়ে এই সমতলভূমি সৃষ্টি হয়।
ভূমির প্রকৃতি এটি অবতল প্রকৃতির হয়। এটি উত্তল্ প্রকৃতির হয়।
প্রক্রিয়া আবহবিকার জল ও বায়ু অবহবিকার প্রধানত জলধারা।
ঢাল এর ভূমির ঢাল বেশি গড়ে 7° - 10° ভূমির ঢাল কম গড়ে 2° - 7°
উচ্চতা প্লায়া হ্রদের পৃষ্ঠ থেকে এর উচ্চতা অনেক বেশি। প্লায়া হ্রদের পৃষ্ঠ থেকে এগুলি সমান উচ্চতায় থাকে
উদাহরন সাহারা মরুভূমিতে পাহাড়ের পাদদেশে পেডিমেন্ট দেখা যায় । সাহারা মরুভূমিতে পাহাড়ের পাদদেশে পেডিমেন্টের সাথে বাজাদা দেখা যায় ।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।