ল্যাটেরাইজেশন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো।
উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে বায়োটাইট শিলা থেকে ইটের মত শক্ত লাল রঙের যে অম্লধর্মী ল্যাটেরাইট মাটির সৃষ্টি হয় তাকে ল্যাটেরাইজেশন বলে।
ল্যাটেরাইজেশন পদ্ধতি
আদ্র ধাতুতে প্রচুর বৃষ্টিপাতের ফলে ভৌত প্রক্রিয়ায় 'S' স্তরের সিলিকা, ক্যালসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম প্রভৃতি ক্ষারকীয় পদার্থগুলো নিচের স্তরে 'B' অপসারিত হয় এবং পৃষ্ট স্তরে 'A' অদ্রবণীয় লোহা ও অ্যালুমিনিয়াম এর সঙ্গে সেস্কুই অক্সাইড জমাট বেধে লাল ও ইটের মত দেখতে মৌচাকের খোপের ন্যায় এক স্তর সৃষ্টি করে একে ডিউরিক্রাস্ট বলে।
আরো অন্যান্য প্রশ্নগুলি