ভূমিরূপ বিজ্ঞানী ডেভিসের মতে কোন স্বাভাবিক ক্ষয়চক্র চলাকালীন যেকোনো পর্যায়ে ভূমিরূপ এর বিবর্তন সম্পূর্ণভাবে শেষ হওয়ার পূর্বে কোন প্রাকৃতিক শক্তি দ্বারা বাধা প্রাপ্ত হলে তাকে ক্ষয়চক্রের ব্যাঘাত বলে।
" Any type of obstacle in the normal process of cycle of croatian is could interruption of cycle "
শ্রেণীবিভাগ :
এই বাধার ফলে ভূপৃষ্ঠে দু ধরনের পরিবর্তন হয় যেমন --
1. ধনাত্মক পরিবর্তন - এর ফলে সমুদ্রপৃষ্ঠের আপেক্ষিক উত্থান ঘটে।
2. ঋণাত্মক পরিবর্তন - এর ফলে সমুদ্রপৃষ্ঠের আপেক্ষিক পতন ঘটে।