শুষ্ক উপত্যকা ও অন্ধ উপত্যকা পার্থক্য লেখো

শুষ্ক উপত্যকা ও অন্ধ উপত্যকার পার্থক্য
বিষয় শুষ্ক উপত্যকা অন্ধ উপত্যকা
 প্রবাহপথ  সিঙ্কহোলে সব জল প্রবেশ করায় সিঙ্কহোল পরবর্তী জল শূন্য নদীর নিম্ন উপত্যকা হলো শুষ্ক উপত্যকা।  উৎস থেকে সিঙ্কহোল পর্যন্ত জল পূর্ণ কানাগলির মত নদীর ঊর্ধ্ব উপত্যকা হলো অন্ধ উপত্যকা।
 জলপ্রবাহ  বর্ষাকালে খুব ভারী বর্ষণের সময় ব্যতীত কখনোই জল থাকেনা।  সব ঋতুতেই কম বেশি জল থাকে।
 ক্ষয়কাজ  জলপ্রবাহের অভাবে ক্ষয়কাজ হয়না।  জল প্রবাহের ফলে নিম্নক্ষয় হয়।
 অবস্থান  ক্ষয়কাজ না হওয়ায় উপত্যকা বক্ষ অগভীর হয় ও অপেক্ষাকৃত উচুতে অবস্থান করে।  নিম্ন ক্ষয় হওয়ায় উপত্যকা বক্ষ গভীর হয় ও অপেক্ষাকৃত নিচুতে অবস্থান করে।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।