বিষয় | শুষ্ক উপত্যকা | অন্ধ উপত্যকা |
---|---|---|
প্রবাহপথ | সিঙ্কহোলে সব জল প্রবেশ করায় সিঙ্কহোল পরবর্তী জল শূন্য নদীর নিম্ন উপত্যকা হলো শুষ্ক উপত্যকা। | উৎস থেকে সিঙ্কহোল পর্যন্ত জল পূর্ণ কানাগলির মত নদীর ঊর্ধ্ব উপত্যকা হলো অন্ধ উপত্যকা। |
জলপ্রবাহ | বর্ষাকালে খুব ভারী বর্ষণের সময় ব্যতীত কখনোই জল থাকেনা। | সব ঋতুতেই কম বেশি জল থাকে। |
ক্ষয়কাজ | জলপ্রবাহের অভাবে ক্ষয়কাজ হয়না। | জল প্রবাহের ফলে নিম্নক্ষয় হয়। |
অবস্থান | ক্ষয়কাজ না হওয়ায় উপত্যকা বক্ষ অগভীর হয় ও অপেক্ষাকৃত উচুতে অবস্থান করে। | নিম্ন ক্ষয় হওয়ায় উপত্যকা বক্ষ গভীর হয় ও অপেক্ষাকৃত নিচুতে অবস্থান করে। |
The list of favorite articles does not exist yet...
View all articles
Join our Telegram Discussion Group
Join Now