কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ নদী নকশার পার্থক্য
পার্থক্যের বিষয় | কেন্দ্রমুখী | কেন্দ্র বিমুখ |
---|---|---|
সংজ্ঞা | উচু স্থান থেকে মধ্যভাগের কেন্দ্রীয় নিম্নমুখি বরাবর ছোট নদী প্রবাহিত হলে তাকে কেন্দমুখি নদী নকশা বলে। | কোনো গম্বুজ বা উচ্চ্ভূমির চারপাশের ঢাল বেয়ে ছোট ছোট নদী প্রবাহিত হয়ে যে নদী নকশা গড়ে ওঠে তাকে কেন্দ্র বিমুখ নদী নকশা বলে। |
উৎস | এক্ষেত্রে নদীগুলির উৎস বৃত্তাকারে বিভিন্ন স্থানে গড়ে ওঠে। | এক্ষেত্রে নদীর উৎস নির্দিষ্ট স্থান বিন্দুতে গড়ে ওঠে। |
প্রবাহপথ | নদী গুলি বাইরের চারপাশ থেকে কেন্দ্রের দিকে যায়। | নদীগুলি কেন্দ্র থেকে বাইরের চারপাশে যায়। |
মোহনা | কোনো হ্রদ, জলাভূমি, সিনহোল হলো নদীর মোহনা। | এক্ষেত্রে নদীর মোহনা কোনো উপনদী বা প্রধান নদী। |
ভুগঠন | শিলার বেসিন গঠন বা অধভঙ্গকে নির্দেশ করে | এক্ষেত্রে শিলার গম্বুজ গঠন বা উর্ধোভঙ্গকে নির্দেশ করে। |
উদাহরন | আগ্নেয়গিরির জ্বালামুখ, প্লায়া হ্রদকে কেন্দ্র করে ওঠে। | বেথলিথ, অবশিষ্ট শঙ্কু আকৃতির পাহাড় অঞ্চলে দেখা যায়। |
আরো প্রশ্নগুলি