একাদশ শ্রেণী ফিজিক্যাল এডুকেশন শারীর শিক্ষার ধারণা ও ইতিহাস (প্রথম অধ্যায়) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর [MONTH] [YEAR]

একাদশ শ্রেণী ফিজিক্যাল এডুকেশন শারীর শিক্ষার ধারণা ও ইতিহাস (প্রথম অধ্যায়) ছোট প্রশ্ন ও উত্তর (MCQ) [YEAR]


1. শারীর শিক্ষার উদ্দেশ্য কি?

➥ শিশুর সর্বাঙ্গীণ বিকাশ ঘটানো।

2. ব্যবহার করলে বিকাশ ঘটে না করলে কষ্ট হয় কে বলেছেন?
➥ হিপোক্সেটস।

3. " ড্রিল বুক এন্ড ফিজিক্যাল এক্সারসাইজ ফর স্কুল ইন বেঙ্গল " বইটির রচয়িতা কে?
➥ মি. সার্প।

4. শান্তিনিকেতনে কবিগুরু ড্রিল প্রচলন করেন কত খ্রিস্টাব্দে?
➥ 1910 খ্রীষ্টাব্দে।

5. 1924 সালে কে বাংলায় প্রথম শারীর শিক্ষা অধিকর্তা রূপে নির্বাচন হন?
➥ জেমস বুকানন ।

6. স্পোর্ট এন্ড ড্রিল বইটি কার লেখা? 
➥ জেমস বুকানন।

7. ব্রতচারী আন্দোলনের প্রবক্তা কে?

 ➥ গুরু সদয় দত্ত।

 8. কত সালে প্রাচীন অলিম্পিক চালু হয়?
 ➥ 776 খ্রি অব্দে ।

 9. কত বছর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়?
 ➥ 4 বছর।

 10. প্রাচীন অলিম্পিকে বিজয়ীদের কি পুরস্কার দেওয়া হতো?
 ➥ অলিভ পাতার মুকুট।

11. গ্রিকদের সূর্যের ও জলের দেবতা কে?
➥ আদম ও ইভ।

13. শারীর শিক্ষার প্রথাগত ধারণার P.T কথার অর্থ কি ?
➥ ফিজিক্যাল ট্রেনিং।

14. কার নেতৃত্বে বিপ্লবী অনুশীলন সমিতি গড়ে ওঠে?
➥ সতীশ চন্দ্র বসু

15. সম্রাট থিওরিয়াস কোন দেশের সম্রাট?
 ➥ রোমের 

 16. কে প্রথম গ্রিসের শ্রেষ্ঠ সন্তান?
 ➥ কোরেবাস 

17. কত সালে মহিলারা অলিম্পিকে সুযোগ পায় ?
➥ 1900 খ্রি

18. অলিম্পিক শহরটি দেশের কোন রাজ্য অবস্থিত?
➥ এলিস রাজ্যে

19. টেথ্রিপোস কি? (স্ট্যাটরেস)
➥ চারটি ঘোড়ায় টানা গাড়ি।

20. প্রাচীনকালে উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হত ?

➥ রোমকে।

21. শারীর শিক্ষা কাকে বলে?
➥ শারীর শিক্ষা হলো সাধারণ শিক্ষার একটি অবিচ্ছেদ অঙ্গ। এই শিক্ষা হলো শারীরিক ক্রিয়া কৌশল ও শারীরিক অভিজ্ঞতার মাধ্যমে লব্ধ শিক্ষা। যার পরিণতি হল সমগ্র মানব জাতির ব্যক্তিসত্তার পূর্ণাঙ্গ বিকাশ।

22. C.A বিউচারের মতে শারীর শিক্ষার সংজ্ঞা দাও?
➥ শারীর শিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থার এক অবিচ্ছেদ অঙ্গ, এবং এর প্রচেষ্টাই হলো বিশেষভাবে নির্বাচিত শারীরিক ক্রিয়া-কলাপ এর মধ্যে দিয়ে শারীরিক, মানসিক ও সামাজিক দিক দিয়ে উপযুক্ত নাগরিক গড়ে তোলা।

23. জে এফ উইলিয়াম এর মতে শারীর শিক্ষার সংজ্ঞা দাও?
➥ নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত মানুষের নির্বাচিত শারীরিক ক্রিয়া-কলাপ এর সমষ্টি হল শারীর শিক্ষা।

24. জে পি থমাস এর মতে শারীর শিক্ষার সংজ্ঞা দাও?
➥ শারীর শিক্ষা সাধারণ শিক্ষার অঙ্গ যা শারীরিক ক্রিয়া-কলাপের মাধ্যমে একটি শিশুর ব্যক্তিত্বের বিকাশ ও তার দেহ মন আশার পূর্ণতা ঘটায়।

25. গ্ল্যাডিটরিয়াল কম্ব্যক্ট কি?
➥ প্রাচীন রোমের সংস্কৃতি ও শারীর শিক্ষার নিষ্ঠুর বিষাদময় বিনোদনের অন্ধকার অধ্যায় হল গ্ল্যাডিটরিয়াল কম্ব্যক্ট।

26. S.A.I এর সম্পূর্ণ নাম কি?
➥ Sport Authority of India.

27 ব্যারন পিয়ের দ্য কুবার্তিন কে ছিলেন?
➥ ব্যারন পিয়ের দ্য কুবাতিন ছিলেন আধুনিক অলিম্পিক এর জনক।

28. অলিম্পিকের আদর্শ কি?
➥ সিটিয়াস অলটিয়াস ফটিয়াস।

29. গ্রীকদের দেবরাজ ও দেবরানীর নাম কি?
➥ জিউস দেবরাজ ও দেবরানী হিরা ।

30. অলিম্পিয়াড কি?

 ➥ অলিম্পিয়াড বলতে বোঝায় দুটি অলিম্পিক গেমের মধ্যবর্তী সময় কালকে।

31. ক্যালিস টিফানেশন কি?
 ➥ গ্রিসের একটি পবিত্র গাছ যার পাতা দিয়ে বিজয়ীদের মুকুট তৈরি করা হতো।

 32. প্রাচীন গ্রিসের কয়েকটি জাতীয় প্রতিযোগিতার নাম লেখ?
➥  পাইথিয়ান গেম, নিমিয়াম গেমস, ইস্থামিয়ান গেমস ও অলিম্পিক গেমস।

33. খেলা বলতে কী বোঝো? 
➥ শিশু ঐচ্ছিক ভাবে যে সকল স্বতঃস্ফূর্ত ও আবেগময় কর্মের মাধ্যমে নির্মল আনন্দ উপভোগ করে তাকে খেলা বলে। খেলা এক সার্বজনীন ক্রিয়া কলাপ।

34. প্রাচীন অলিম্পিকে মহিলারা কেন অংশগ্রহণ করতে পারতেন না?
➥ প্রাচীন অলিম্পিকে পুরুষ ও বালকেরা নগ্ন অবস্থায় অংশগ্রহণ করত। অংশগ্রহণ এর আগে ১০ মাসের অনুশীলন পর্বে উত্তীর্ণ হতে হতো। তাছাড়া এই সময় মহিলাদের হীন চোখে দেখা হত তাই প্রাচীন অলিম্পিকে মহিলারা অংশ গ্রহণ করতে পারতেন না।

 35. আধুনিক গ্ৰীকের জল ও সূর্যের দেবতার নাম কি?
 ➥ জলের দেবতা পডিসন , সূর্যের দেবতা অ্যাপোলা।

 36. প্রবর্তকজী নামে কে খ্যাত?
 ➥  গুরু সদয় দত্ত

 37. Y.M.C.Aএর পুরো নাম ?
 ➥ Young men Christian association (1920)।

 38. সিমন কে?প্রাচীন অলিম্পিকের প্রথম বিজয়ীর নাম কি?
➥ সিমন হলেন প্রাচীন অলিম্পিকের পর তিনটি অলিম্পিকের চারটি ইভেন্ট এর সোনা জয়ী প্রতিযোগী।

  প্রাচীন অলিম্পিকের প্রথম বিজয়ীর নাম কোরেবস তিনি এলিমের অধিবাসী।

39. প্যানক্রাশ্ন কি?
➥ প্যানক্রাশ্ন হলো কুস্তি, বক্সিন প্রভৃতির সম্মিলিত খেলা।

40. গেমস বলতে কী বোঝো?
➥ নিয়ম কানুন দ্বারা সমৃদ্ধ খেলার সংগঠনিক রূপ, যেখানে বিনোদনের মধ্য দিয়ে দুই বা ততদিক ব্যক্তি বা দল পরস্পর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে তাকে সংগঠিত খেলা বা গেমস বলে।

41. প্যালেস্ট্রা কি?
➥ প্রাচীন গ্রিসের প্যালেস্ট্রা ছিল একধারে দেশের প্রধান শিক্ষা কেন্দ্র এবং অন্য দিকে গন অখড়া কেন্দ্র।
 

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।