আলোচ্য অংশটি মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনা শীর্ষক পত্রকাব্য থেকে নেওয়া হয়েছে। এই মন্তব্যটি সদ্য সন্তান হারানো মায়ের কন্ঠে আলোচনা উক্তিটি ধ্বনিত হয়েছে।
ধীবর পালিতা সত্যবতী যৌবনে যমুনা পারাপারের কাজ করতেন। সত্যবতীর শরীরে প্রবল মাছের গন্ধ পাওয়া যেত তাই তার আর এক নাম মৎস্যগন্ধ। কোন এক সময় তীর্থ পর্যটনের সময় পরাশর মুনি তার নৌকায় ওঠেন এবং মৎস্যগন্ধার প্রতি আকৃষ্ট হন ও তার গর্ভে নিজের সন্তান প্রার্থনা করেন । ফলে পরাসর মুনি কৃত্রিমভাবে কুয়াশা সৃষ্টি করে নদীর ওপর সত্যবতীর সঙ্গে মিলিত হন। এরই পরিবর্তে মৎস্যগন্ধার গর্ভে কৃষ্ণ দ্বৈপান ব্যাসের জন্ম হয়। পুরানে এই ব্যাসকে কৃষ্ণের অংশ হিসেবে তুলনা করা হয়েছে। শুধু মহাভারতের রচনাকার হিসেবে ব্যাসদেব জগতে খ্যাত ছিল না। তিনি বেদের বিভাগ করেন এবং বেদান্ত দর্শন রচনা করেন।
- নিলধ্বজের প্রতি জনা - একাদশ শ্রেণীর বাংলা সমস্ত প্রশ্ন ও উত্তর PDF Notes January 2025
- রেনেসাঁর লক্ষণ গুলি কিভাবে নীলধ্বজের প্রতি জনা পত্রকাব্যে প্রতিফলিত হয়েছে লেখ।
- মহারথী-প্রথা কি হে এই মহারথি? - বক্তার এই ধরনের মন্তব্যটির যুক্তি বিচার করো।
- সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে - মন্তব্যটির পৌরাণিক প্রসঙ্গ উল্লেখ কর? কাব্য অংশটির প্রসঙ্গের কারণ উল্লেখ কর ?
- নীলধ্বজের প্রতি জনা কাব্যাংশে জনা চরিত্রটি বিশ্লেষণ করো।
- কিন্তু বৃথা এই গঞ্জনা - বক্তা কে? তিনি কাকে গঞ্চনা দিতে চেয়েছেন? কেন তার বৃথা মনে হয়েছে?
- একাদশ শ্রেণী বাংলা নীলধ্বজের প্রতি জনা Online Test Quiz
- একাদশ শ্রেণী বাংলা নীলধ্বজের প্রতি জনা সমস্ত ছোট প্রশ্ন উত্তর ও সাজেশনস 2025 | Class 11 Bengali Notes
- নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার অভিযোগ গুলি লেখ ।
- বীরাঙ্গনা শব্দের অর্থ কি ? জনা কে কি প্রকৃত বীরঙ্গনা বলা যায়? - নীলধ্বজের প্রতি জনা