সমস্থিতি কি ? সমস্থিতির সম্পর্কে প্ল্যাটের তত্ত্ব আলোচনা করো ।

সমস্থিতি কি ? সমস্থিতির সম্পর্কে প্ল্যাটের তত্ত্ব আলোচনা করো ।

পৃথিবীর উপরিভাগে অবস্থিত বিভিন্ন ভূমিরূপ গুলি যথা
 পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি নিজেদের মধ্যে এক বিশেষ ভারসাম্য বজায় রেখে অবস্থান করছে। ভূমিভাগের ওপর ভারসাম্য বজায় রাখার ঘটনাকে সমস্থিতি বলে ।

বিজ্ঞানী প্ল্যাটের মতে পর্বত সবচেয়ে হালকা বা লঘু ঘনত্বের শিলা দিয়ে তৈরি তাই সমুদ্রপৃষ্ঠের উপরে পর্বতের উচ্চতা সবচেয়ে বেশি।
 আবার মালভূমি গঠনকারি  শিলার ঘনত্ব পর্বতের চেয়ে বেশি তাই মালভূমির উচ্চতা পর্বতের তুলনায় কম হয়।
 সমভূমি ভারী ও পুরু ঘনত্বের পদার্থ দিয়ে তৈরি তাই সমভূমির উচ্চতা মালভূমির তুলনায় কম ।

সুতরাং ভূ প্রকৃতির অংশগুলির ঘনত্ব ও উচ্চতা পরস্পরের সঙ্গে ব্যস্তানুপাতিক । ফলে পর্বত, মালভূমি ও সমভূমির গভীরতা ভূ-অভ্যন্তরে সর্বত্র সমান। তাই প্ল্যাট এরূপ তল কে প্রতি বিধান তল বলেছেন।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।