Competitive পরীক্ষার জন্য ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ Notes

ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. প্রথম বিশ্ব যুদ্ধ শুরু হয় কবে -
১৯১৪ খ্রিষ্টাব্দে ।

২. গান্ধীজী দক্ষিণ আফ্রিকায় যাত্রা করেন -
১৯৮৩ খ্রিষ্টাব্দে।

৩. গান্ধীজী সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেণ-আমেদাবাদে ।

৪.গান্ধীজীর রাজনৈতিক গুরু হলেন- 
গোখলে ।

৫. চম্পারণ সত্যাগ্রহ শুরু হয় -
১৯১৭ খ্রিষ্টাব্দে।

৬.গান্ধীজীর নেতৃত্বে আমেদাবাদ সত্যাগ্রহ শুরু হয় -১৯১৮ খ্রিষ্টাব্দে।

৭.গান্ধীজীর নেতৃত্বে খেদা সত্যাগ্রহ শুরু হয় -
১৯১৮ খ্রিষ্টাব্দে।

৮.কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে লক্ষৌ চুক্তি সম্পাদিত হয় – 
১৯১৬ খ্রিষ্টাব্দে।

৯.মন্টেগু-চেমস্-ফোর্ড শাসন সংস্কার আইন পাস হয় – 
১৯১৯ খ্রিষ্টাব্দে।

১০.রাওলাট আইন পাস হয়- 
১৯১৯ খ্রিষ্টাব্দে।

১১.জালিওয়ানয়ালাবাগ অবস্থিত-
অমৃতসরে ।

১২.জালিওয়ানয়ালাবাগ হত্যাকান্ড সং গঠিত হয়- ১৯১৯ খ্রিষ্টাব্দে।

১৩.তিলক স্বরাজ তহবিল গঠিত হয় জামিয়া-
১৪.মিলিয়া-ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়-

১৫.চৌরীচৌরা হত্যাকান্ড সং গঠিত হয়- 
১৯২২ খ্রিষ্টাব্দে।

১৬.চৌরীচৌরা অবস্থিত -
উত্তর প্রদেশে (গোরক্ষপুর) ।

১৭.স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা হলেন- 
চিত্ত রঞ্জন দাশ।

১৮.স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়- 
১৯২৩ খ্রিষ্টাব্দে।

১৯.সাইমন কমিশন ভারতে আসে – 
১৯২৮ খ্রিষ্টাব্দে।

২০.সাইমন কমিশনের মোট সদস্য ছিলেন- 
৭ জন।

২১.ডান্ডি অভিযান শুরু হয়-
১৯৩০ খ্রিষ্টাব্দে।

২২.ডান্ডি অবস্থিত -
গুজরাটের সমুদ্রতীরে ।

২৩.অসহযোগ আন্দোলনে উড়িষ্যায় নেতৃত্ব দেন-গোপবনধু চৌধুরী

২৪.খোদা-ই-খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা হলেন
 আব্দুল গফকরফর খান।

২৫.গান্ধি-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় – 
১৯৩১ খ্রিষ্টাব্দের ৫ই মার্চ।

২৬.দ্বিতীয় গোলটেবিল বৈঠক কংগ্রেসের পক্ষে যোগ দান করেন- 
সরোজিনী নাইডু ও গান্ধিজী।

২৭.লাল কোর্তা বাহিনীর স্রষ্টা হলেন- 
আব্দুল গফকরফর খান।

২৮.সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ঘোষণা করেন -
র্যামসে ম্যাক্ ডোনাল্ড।

২৯.পুনা চুক্তি সাক্ষরিত হয়
 ২৫ সেপ্টেম্বর ১৯৩২ খ্রিষ্টাব্দে।

৩০.পুনা চুক্তি সাক্ষরিত হয় গান্ধিজী ও আম্বেদকরে মধ্যে।

৩১.চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নায়ক ছিলেন
 সূর্য সেন।

৩২.হেমচন্দ্র ঘোষ ছিলেন হিন্দুস্তান সোসালিস্ট রিপাবলিকান পাটির এর নেতা।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।