একাদশ শ্রেণী বাংলা নীলধ্বজের প্রতি জনা সমস্ত ছোট প্রশ্ন উত্তর ও সাজেশনস [YEAR] | Class 11 Bengali Notes

Class 11 Bengali Notes | Class 11 Bengali Question and Answer


West Bengal Class 11 Bengali Suggestion Download WBCHSE Class 11th Bengali short question suggestion . Class 11 Bengali Suggestion download Class 11th Question Paper Bengali. WB Class 11 Bengali suggestion and important question and answer. Class 11 Suggestion pdf | পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণির বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। একাদশ শ্রেণী বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।


একাদশ শ্রেণীর বাংলা সমস্ত প্রশ্ন উত্তর পেতে নিচে ক্লিক করুন একাদশ শ্রেণী বাংলা


নীলধ্বজের প্রতি জনা

1। নীলধ্বজের প্রতি জনা কবিতায় কবি কে?

👉 নীলধ্বজের প্রতি জনা কবিতার কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত।

2। নীলধ্বজের প্রতি জনা কোন মূল কাব্য থেকে নেওয়া?
👉 নীলধ্বজের প্রতি জনা বীরাঙ্গনা কাব্য থেকে নেওয়া।

3। বীরাঙ্গণা কি জাতীয় কাব্য?
👉বীরাঙ্গণা একটি পত্র কাব্য।

4। জনা কাহিনী মহাভারতের কোন পর্বে আছে?
👉জনা কাহিনী মহাভারতের অশ্বমেধ পর্বে আছে।

5। বীরাঙ্গনা কাব্যে জনা কত সংখ্যক পত্রিকা?
👉11 তম পত্রিকা।

6। জনার অভিযোগ কার বিরুদ্ধে?

👉জনার অভিযোগ নীলধ্বজের বিরুদ্ধে।

7। জনার পুত্রের নাম কি?
👉জনার পুত্রের নাম হল প্রবীর।

8। কবিতাতে ফাল্গুনী কাকে বলা হয়েছে?
👉অর্জুনকে এখানে ফাল্গুনী বলা হয়েছে।

9। মহেশ্বাস কথার অর্থ কি?
👉মহা ধনুর্ধর।

10। ইন্দিরা কাকে বলা হয়েছে?
👉লক্ষ্মীকে ইন্দিরা বলা হয়েছে।

11। পূরঙ্গী কথার অর্থ কি ?
👉হরিণী।

12। শিখন্ডী কাকে বলা হয়েছে?
👉ধ্রুপদ পুত্রকে শিখন্ডী বলা হয়েছে।

13। জনা তার স্বামীর প্রতি অভিযোগ করেছেন কেন?
👉প্রতিশোধের পরিবর্তে পুত্রহন্ত অর্জুনকে মিত্র মেনেছেন এবং নরনারায়ন জ্ঞানে পূজা করেছেন বলে জনা তার স্বামীর প্রতি অভিযোগ করেছেন।

14। পাষণ্ড পান্ডু রথী কাকে বলা হয়েছে?
👉পাষণ্ড পান্ডু রথী অর্জুনকে বলা হয়েছে।

15। ব্যাস কে?
👉ব্যাস হলেন মহাভারত এর রচয়িতা।

16। অর্জুনের পিতামহের নাম কি?
👉অর্জুনের পিতামহের নাম গঙ্গাপুত্র ভীষ্ম।

17। জাহনবি কথার অর্থ কি?
👉গঙ্গা।

18। পার্থ খাণ্ডবদাহন এ সফল হয়েছিল কার সহায়তায়?
👉কৃষ্ণের সহায়তায়।

19। দ্রৌপদীকে শাশুড়ির যোগ্য পুত্রবধূ বলা হয়েছে কেন?

👉বহু বল্লভা শাশুড়ি কুন্তীর মত পুত্রবধূ দ্রৌপদীও বহু বল্লভা ছিল।

20। 'কৌরব সরশে নলিনী' - নলিনী কথার অর্থ কি কাকে বলা হয়েছে?
👉নলিনী কথার অর্থ হল পদ্ম যা দ্রৌপদীকে বলা হয়েছে।

21। পার্থকে কৌন্তেয় বলা হয়েছে কেন?
👉কুন্তীর পুত্র ছিলেন বলে পার্থকে কৌন্তেয় বলা হয়েছে।

22। মহেশ্বরী পুরিস্বর কাকে বলা হয়েছে?
👉নীলধ্বজ কে।

23। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কে ছেড়েছিল?
👉অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যুধিষ্ঠির ছেড়েছিল।

24। যুধিষ্ঠির কথার অর্থ কি?
👉যুদ্ধে স্থির বা অবিচলিত থাকেন যিনি তিনি যুধিষ্ঠির।

25। ঋষিকেশ কাকে বলা হয়েছে?
👉ঋষিকেশ কৃষ্ণকে বলা হয়েছে।

26। কুন্তিকে কেন ভোজ বালা বলা হয়েছে?
👉ভোজ রাজার কন্যা ছিলেন বলে কুন্তিকে ভোজ বালা বলা হয়েছে।

27। সত্যবতী সুত কে?
👉ব্যাসদেব।

28। পাঞ্চালী কে ছিলেন?
👉দ্রৌপদী।

29। কৃতান্ত নগর বলতে কী বুঝিয়েছে?
👉কৃতান্ত নগর বলতে জমালয় কি বুঝিয়েছে।

30। ধিবরি জননী কে?
👉সত্যবতী।

31। আনায় মাঝারে বলতে কী বুঝিয়েছে?
👉আনাই মাঝারে বলতে ফাঁদের মধ্যে বুঝিয়েছে।

32। উত্তরিবে প্রতিদ্ধনী - কি বলে উত্তর আসবে?
👉কোথা জনা।

33। ভুলিবো এ জ্বালা - কোন জ্বালা কে কিভাবে ভুলবে?
👉জনা তার পুত্রশোকের জ্বালা ভুলতে চেয়েছেন পুত্র হনতার প্রতি প্রতিশোধ গ্রহণের মধ্য দিয়ে।

34। স্বামী নীলধ্বজ কে জনা পুত্রের মৃত্যুতে বিলাপ করতে নিষেধ করেছেন কেন?
👉কারণ বিলাপের চেয়ে পুত্র হনতার প্রতি প্রতিশোধের স্পৃহা প্রয়োজনীয় বলে।

35। আশার লতা তাইরে ছিড়িলি - আশার লতা কে?
👉এখানে আসার লতা বলতে প্রবীর বা পুত্রের প্রতি মাতা জনার পুত্র স্নেহ কে বলা হয়েছে।

36। প্রবীরের সাথে পার্থর যুদ্ধকে অন্যায় যুদ্ধ বলা হয়েছে কেন?
👉প্রবীর নিতান্তই বালক অপরপক্ষে অর্জুন একজন বিজ্ঞ, প্রাপ্তবয়স্ক মহা ধনুর্ধর। সুতরাং সে যুদ্ধ ছিল বিষম প্রতিপক্ষের যুদ্ধ। তাই এই যুদ্ধকে অন্যায় যুদ্ধ বলা হয়েছে।

37। জনা তার শোকাগ্নি কিভাবে নেভাতে চেয়েছেন?

👉ফাল্গুনীর লোহে।

38। 'উড়িছে আকাশে রাজ কেতু' - এই রাজ কেতু ওড়ার কি কারণ বলে জনা মনে করেছিল? প্রকৃত কারণ কি ছিল?
👉রাজকেতু ওড়ার কারণ হিসেবে পুত্রহন্ত অর্জুনের বিরুদ্ধে স্বামী নীলধ্বজের লড়াইয়ের প্রস্তুতি বলে জনা মনে করেছিল।
প্রকৃত কারণটা ছিল অর্জুনকে মিত্রভাবে বা নরনারায়ন জ্ঞানে পূজা করার আয়োজন।

39। ভুলিবো এ জ্বালা - কোন জ্বালা জনা কিভাবে ভুলতে চেয়েছেন?
👉অর্জুনের হাতে পুত্র প্রবীরের মৃত্যু শোকের জ্বালার কথা বলা হয়েছে। এ জ্বালা তিনি ভুলতে চেয়েছেন ফাল্গুনের লোহে অর্থাৎ পুত্র হত্যার প্রতিশোধ গ্রহণের মাধ্যমে।

40। জনা নীলধ্বজ কে পুত্রের মৃত্যুতে বিলাপ করতে বারণ করেছেন কেন?
👉বিলাপ করতে বারণ করেছেন কারণ জন্ম-মৃত্যু বিধির বিধান কিন্তু বিলাপের চেয়ে পুত্র হত্যার প্রতিশোধ স্পৃহায় অধিকতর প্রয়োজনীয় বলে।

41। দুঃখের কথা হায় কব তারে - দুঃখের কথাটি কি?
👉দুঃখের কথাটি হলো পুত্র হত্যাকারী পার্থের সঙ্গে স্বামী নীলধ্বজের সখ্য অথবা তাকে নরনারায়ন জ্ঞানে পূজা করা।

42। জনা পার্থকে পান্ডু রথী বলেছে কেন?
👉পার্থ ছিলেন পাণ্ডব বংশীয় রথীর শ্রেষ্ঠ তাই তাকে পান্ডু রথী বলা হয়েছে।

43। যাও চলে মহাবল - মহাবল কে? জনা তাকে কোথায় কিভাবে চলে যেতে বলেছেন?
👉মহাবল হলো নীলধ্বজ। জনা রাজা নীলধ্বজ কে তার নতুন মিত্র অর্থাৎ পার্থকে চলে যেতে বলেছেন।

44। নীলধ্বজ কে জনা কিভাবে যুদ্ধ যাত্রা করতে বলেছেন?
👉গজরাজ যেভাবে তার যম-দন্ডের মত সুড় আস্ফালন ও ভীষন আওয়াজ করে, সেভাবেই বিক্রম নিয়ে জনা নীলধ্বজ কে যুদ্ধযাত্রা করতে বলেছেন।

45। ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমনি - কাকে ক্ষত্রিয় ধর্ম বলা হয়নি?
👉পুত্র হত্যার সঙ্গে স্বামী নীলধ্বজের বন্ধুত্বকে ক্ষত্রিয় ধর্ম বলা হয়নি।


    এই চ্যাপ্টারের আরো অন্যান্য প্রশ্নগুলিও দেখুন


নীলধ্বজের প্রতি জনা অনলাইন টেস্ট দিতে চান ?

WBCHSE Class 11 Bengali Suggestion একাদশ শ্রেণী বাংলা প্রশ্ন ও উত্তর – নীলধ্বজের প্রতি জনা (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । নীলধ্বজের প্রতি জনা (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত | Class 11 Bengali Suggestion একাদশ শ্রেণী বাংলা প্রশ্ন ও উত্তর – নীলধ্বজের প্রতি জনা (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।