অবরোহন, আরোহন ও পর্যায়ন প্রক্রিয়া গুলি আলোচনা করো।
অবরোহন :
বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয় এর মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা ক্রমশ হ্রাস পেয়ে ক্ষয়ের শেষ সীমানায় পৌঁছায় তাকে অবরোহন বলে।
প্রক্রিয়া :
এটি আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন এর মাধ্যমে ঘটে।
ফলাফল :
1. ভূমির উত্তল ও অবতল ঢাল তৈরি হয়।
2. ডালের পশ্চাদ অপসারণ ঘটে।
3. বিভিন্ন প্রকার ক্ষয়জাত ভূমিরূপ গড়ে ওঠে।
আরোহন:
বিভিন্ন প্রাকৃতিক শক্তি সঞ্চয় কার্যের দ্বারা নীচু অঞ্চল ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধি পেয়ে একটি সমতল ভূমিতে পরিণত হয় তাকে আরোহন বলে।
প্রক্রিয়া:
নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌম জলে ইত্যাদি প্রাকৃতিক শক্তির ক্ষয়জাত পদার্থ নিচু স্থানে সঞ্চিত হয়ে এই প্রক্রিয়া ঘটে।
ফলাফল:
1. ভূমির ঢাল ও উচ্চতা বৃদ্ধি পায়।
2. নিম্নভূমি ভরাট হয়ে সমভূমি গঠন করে।
3. বিভিন্ন প্রকার সঞ্চয়জাত ভূমিরূপ গড়ে ওঠে।
পর্যায়ন:
বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূত্বকের উপরিভাগের উচ্চতার পরিবর্তন ঘটে। বিভিন্ন উচ্চতা যুক্ত ভূমিরূপের একটি সমতা এনে সাধারণ তলে পরিণত হয়, তাকে পর্যায়ন বলে।
প্রবক্তা :
1876 সালে ভূ-বিজ্ঞানী G.K. গিলবার্ট প্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করেন।
ফলাফল:
1. ভূমির উচ্চতা ও ঢাল হ্রাস পেয়ে বন্ধুরতা কমে যায়।
2. সাধারণ দল বা সমতল ভূমিরূপ গড়ে ওঠে।
অবরোহন আরোহন ও পর্যায়ন প্রক্রিয়া.pdf
113KB
.pdf