ট্রুবাদুর কাদের বলা হত?

ট্রুবাদুর কাদের বলা হত?

মধ্যযুগে নাইটদের বীরত্ব, আদর্শ ও প্রেমের কাহিনি ইউরােপে একদল রণকবি গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করে, জমিদার ও কৃষকের বাসস্থানে গিয়ে গেয়ে শােনাতেন। এই সকল চারণকবিরা দক্ষিণ ফ্রান্সে 'ট্রুবাদুর' বলা হত। 

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।