{P-2} Class 10 History All Chapter Short Questions and Answers [YEAR] | দশম শ্রেণী ইতিহাস ছোট প্রশ্ন

(১) ভারতের প্রথম ছাত্র সংগঠনের নাম কি?

     অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন।

(২) পাবনায় কৃষক বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল?

     ঈশান চন্দ্র রায়।

(৩) করিম শাহ ও টিপু শাহ কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? 

      পাগলপন্থী বিদ্রোহে।

(৪) বিসের ডাকাত নামে কারা পরিচিত?

       বৈদ্যনাথ সর্দার ও বিশ্বনাথ সর্দার।

(৫) নীল বিদ্রোহের কাহিনী কোন নাটকে উল্লেখ রয়েছে?

       নীলদর্পণ।

(৬) তারিফ ই মোহাম্মদিয়া শব্দের অর্থ কি?

       মোহাম্মদ প্রদর্শিত পথ।

(৭) উলগুলান শব্দের অর্থ কি?

      ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ।

(৮) ভিল উপজাতি উপবাস ভারতের কোন কোন অঞ্চলে ছিল?

      বর্তমান গুজরাট ও মহারাষ্ট্রের খান্দেশ ও তার সংলগ্ন সুবিস্তৃত অঞ্চলে।

(৯) রফিক মন্ডল ও কাদের মোল্লা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল?

     নীল বিদ্রোহ।

(১০) খুদি মোল্লা কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল?

       পাবনার কৃষক বিদ্রোহে।

(১১) পাবনার কৃষক বিদ্রোহ কে ‘বিদ্রোহী রাজা' নামে পরিচিত ছিলেন?

         ঈশান চন্দ্র।

(১২) বর্তমান ভারত কার লেখা?

       স্বামী বিবেকানন্দ।

(১৩) বর্তমান ভারত কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

      উদ্বোধন পত্রিকায়।

(১৪) গোরা উপন্যাসে গোরার আসল নাম কি?

         গৌর মোহন।

(১৫) ভারতমাতা চিত্র টি কার?

        অবনীন্দ্রনাথ ঠাকুরের।

(১৬) ‘মাতা সুর'ব্যঙ্গচিত্র টিতে কোন ধরনের বিষয় তুলে ধরা হয়েছে?

         ১৯১১ খ্রিস্টাব্দে মোহনবাগান আই .এফ. এ সিল্ডঃ জিতলে বাঙালির রক্তে ফুটবলপ্রীতি তীব্র হয়ে ওঠে এই বিষয়টি তিনি তাঁর এই ব্যঙ্গ চিত্র টি তুলে ধরেছেন।

(১৭) ইন্ডিয়ান সোসাইটি অফ অরিয়েন্টাল আর্ট কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?

        ১৯০৭ খ্রিস্টাব্দে।

(১৮) কার্টুন চিত্রকলার জনক কাকে বলা হয়?

        অবনীন্দ্রনাথ ঠাকুর।

(১৯) গগনেন্দ্রনাথ ঠাকুর তাঁর ব্যঙ্গচিত্রের মধ্যে দিয়ে কোন সমাজের সমালোচনা করেছিলেন?

       তৎকালীন উপনিবেশিক সমাজের।

(২০) বিরূপ বস্ত্র ও অদ্ভুত লোক ব্যঙ্গচিত্রের লেখক কে ছিল?

       গগনেন্দ্রনাথ ঠাকুর।

(২১) কবে কোন দেশে প্রথম ছাপাখানার উদ্বদ ঘটে?

      ৬৮ খ্রিস্টাব্দে চিনে।

(২২) আধুনিক ছাপাখানার আবিষ্কর্তা কে?

       জোহানেস গুটেনবার্গ।

(২৩) আধুনিক ছাপাখানার জনক কাকে বলা হয়?

      জোহানেস গুটেনবার্গ কে।

(২৪) ভারতে প্রথম কারা কোথায় ও কবে ছাপাখানা প্রতিষ্ঠা করেন?

       পর্তুগিজরা (১৫৫৬ খ্রিস্টাব্দে) গোয়ায়।

(২৫) বাংলায় ছাপাখানার প্রবর্তক কে?

        জেমস অগাস্টাস হিকি, জন অ্যান্ড্রুজ সাহেব।

(২৬) বাংলায় কোথায় কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?

      ১৭৭৮ খ্রিস্টাব্দে কলকাতায়। জেমস অগাস্টাস হিকি।

(২৭) এশিয়ার মধ্যে বৃহত্তম ছাপাখানা কোনটি?

       শ্রীরামপুর মিশন প্রেস।

(২৮) বাংলায় মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়?

      চার্লস উইলকিন্স।

(২৯) ‘এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ'কোন ছাপাখানা থেকে কোন ভাষায় প্রকাশিত হয়?

     অ্যান্ড্রুজ ছাপাখানায় বাংলা ভাষায়।

(৩০) সর্বপ্রথম বাংলা অক্ষর এ টাইপ বা নকশা কে অংকন করেন?

       চার্লস উইলকিন্স।

(৩১) ব্রাসি হ্যালহেড রচিত বইটির নাম কি?

       এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ।

(৩২) মার্জিত বাংলা অক্ষরের টাইপ কে তৈরি করেন?

       পঞ্চানন কর্মকার।

(৩৩) লাইনোটাইপ নামে উন্নত অক্ষর কে তৈরি করেন?

       সুরেশ চন্দ্র মজুমদার।

(৩৪) বর্ণপরিচয় কবে প্রকাশিত হয়?

       ১৮৫৫ খ্রিস্টাব্দে।

(৩৫) প্রথম পুস্তক প্রকাশক ও বিক্রেতা কে ছিলেন?

       গঙ্গাকিশোর ভট্টাচার্য।

(৩৬) বাংলার ক্যাসম নামে কে পরিচিত?

       চার্লস উইলকিন্স।

(৩৭) কলকাতার কমলালয় ও নবকাঁবু বিলাস গ্রন্থটির লেখক কে?

       ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।

(৩৮) বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয়?

       ১৮১৮ খ্রিস্টাব্দে।

(৩৯) বইপাড়া নামে কোন অঞ্চল পরিচিত?

      কলেজ স্ট্রিটে গোলদিঘি এলাকা।

(৪০) হাফটোন ব্লক এর প্রবর্তন কে ছিলেন?

        উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।

(৪১) U N Roy and Sons এর প্রতিষ্ঠাতা কে?

       উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।

(৪২) টুনটুনির বই কোন ছাপাখানা থেকে প্রকাশিত হয়?

        U N Roy and Sons এর ছাপাখানা থেকে।

(৪৩) সুকুমার রায়ের আবোল তাবোল গল্প কোন ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছিল?

         U N Roy ans Sons.

(৪৪) সংস্কৃত ছাপাখানা কে প্রতিষ্ঠা করেছিল?

      ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মদনমোহন তর্কালঙ্কার উভয়ই।

(৪৫) প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি?

       ভারতচন্দ্রের অন্নদামঙ্গল।

(৪৬) সখা ,সখি ,মুকুল, বালক পত্রিকাগুলোর প্রকাশক কে?

        উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।

(৪৭) মিলিটারি বিল ও ভাতার ফ্রম কোন ছাপাখানা থেকে প্রকাশিত হয়?

      জেমস অগাস্টাস হিকি ছাপাখানা থেকে।

(৪৮) প্রসেস প্রিন্টিং শিল্পের বাংলায় প্রতিষ্ঠাতা কে?

      উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।

(৪৯) বোটানিকেল গার্ডেন কে কবে প্রতিষ্ঠা করেন?

      কর্নেল রবার্ট (১৭৮৭ খ্রিস্টাব্দে)।

(৫০) বিদ্যাবণি কাকে বলা হয়?

       বিদ্যাসাগর কে।
  
 (৫১) শিব চন্দ্র নন্দী কোন ক্ষেত্রের কর্মী ছিলেন?

       কলকাতা।

(৫২) ভারতের প্রথম ইঞ্জিনিয়ার কে ছিলেন?

      গোলক চন্দ্র।

(৫৩) সন্দেশ পত্রিকা টি কোন ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছিল?

       U N Roy and Sons.

(৫৪) বেঙ্গল ন্যাশনাল স্কুল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

      ১৯০৬ খ্রিস্টাব্দে।

(৫৫) C.E.T এর পুরো নাম কি?

       Collage of Engineering and technology.

(৫৬) জাতীয় শিক্ষা কথাটি কে প্রথম ব্যবহার করেন?

      প্রসন্নকুমার ঠাকুর।

(৫৭) কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

      স্যার আশুতোষ মুখার্জী।

(৫৮) বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

      অরবিন্দ ঘোষ।

(৫৯) বোসন কণা কে আবিষ্কার করেন?

       সত্যেন্দ্রনাথ বসু।


(৬০) তারকানাথ পালিত পেশায় কি ছিলেন?

       আইনজীবী।

(৬১) টগর এন্ড কোং কে কবে প্রতিষ্ঠা করেন?

      রবীন্দ্রনাথ ঠাকুর। ১৮৯৬ খ্রিস্টাব্দে।

(৬২) চটক নামক জার্নাল প্রকাশ করেছিল?

       বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ছাত্র ছাত্রীরা।

(৬৩) শান্তিনিকেতনের কলাভবন কবে প্রতিষ্ঠিত হয়?

      ১৯০৯ খ্রিস্টাব্দে।

(৬৪) মহর্ষি দাতব্য চিকিৎসালয় কে প্রতিষ্ঠা করেন?

      রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে।

(৬৫) উপনিবেশিক শিক্ষাব্যবস্থা কে যান্ত্রিক বা চার দেওয়ালের শিক্ষা বলেছেন?

       রবীন্দ্রনাথ ঠাকুর।

(৬৬) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?

     জহরলাল নেহেরু।

(৬৭) শিক্ষার হেরফের গ্রন্থের লেখক কে?

       রবীন্দ্রনাথ ঠাকুর।

(৬৮) সত্যজিৎ রায় ও অমর্ত্য সেন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন?

      বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর।

(৬৯) অরণ্য দেবতা প্রবন্ধের লেখক কে?

      রবীন্দ্রনাথ ঠাকুর।

(৭০) তোতাকাহিনী ও শিক্ষার সমস্যা গ্রন্থের লেখক কে?

       রবীন্দ্রনাথ ঠাকুর।

(৭১) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

      রবীন্দ্রনাথ ঠাকুর।

(৭২) ২২ শ্রাবণ দিনটি শান্তিনিকেতনে কোন উৎসব হিসেবে পালন করা হয়?

       বৃক্ষরোপণ উৎসব।

(৭৩) কোন বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলা হয়?

       কলকাতা বিশ্ববিদ্যালয় কে।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।