বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্য ও ভৌগোলিক অঞ্চল আলোচনা করো।
বরেন্দ্রী উপভাষার ভৌগলিক অঞ্চল :
জলপাইগুড়ি, মালদহ, দিনাজপুর, রাজশাহী পাবনা।
বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্য :
ধ্বনিগত বৈশিষ্ট্য :
1। শব্দের আদিতে অ স্থলে র এবং র স্থলে অ উচ্চারিত হয়।
উদাহরণ: আমের রস ---> রামের অস
2। শ্বাসাঘাত এর কোন নির্দিষ্ট স্থান নেই।
3। শব্দের আদিতে মহাপ্রাণ বর্ণ ঠিক থাকে কিন্তু মাঝে ও অন্তে অল্পপ্রাণ বর্নে পরিণত হয়।
রূপগত বৈশিষ্ট্য :
1। কামরূপী উপভাষার মতোই গৌণ কার্য 'ক' বিভক্তি দেখা যায়।
যেমন - আমাকে --> হামাক
2। বাঙালি উপভাষার মতই অধিকরণ কারকে ত বিভক্তি দেখা যায়।
ঘর --> ঘরত