কংগ্রেস কেন আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেন ?

কংগ্রেসের আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ কি ?


আগস্ট প্রস্তাব তে ভারতকে পূর্ণ স্বাধীনতা দানের কোন প্রতিশ্রুতি দেয়া হয়নি । তাই 1946 খ্রিস্টাব্দে একুশে আগস্ট ওয়াদা অধিবেশনে কংগ্রেস ওয়ার্কিং কমিটি লিনলিথগো আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেন। প্রস্তাবের বিরুদ্ধে মহাত্মা গান্ধী 1940 সালের অক্টোবর মাসে “দিল্লি চলো” নামে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেন।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।