উডের ডেসপ্যাচ টিকা লেখো । বা উচ্চ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে চার্লস উডের ঘোষণাপত্র কি ছিল?

উডের প্রতিবেদন টিকা লেখো । বা উচ্চ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে চার্লস উডের ঘোষণাপত্র কি ছিল?


ভূমিকা: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর সময় কালে মেকলে মিনিট এর ওপর ভিত্তি করে বহূ সরকারি ও বেসরকারি স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্কুলগুলির পাঠ্যক্রম ও অর্থনীতির মধ্যে কোন সামঞ্জস্য ছিল না। তাই শিক্ষাক্ষেত্রে সামঞ্জস্য আনতে বোর্ড অফ কন্ট্রোল এর সভাপতি চার্লস উডের নির্দেশনামা ছিল গুরুত্বপূর্ণ।

ঘোষনা পত্রের প্রকাশ:
 চার্লস উড ১৮৫৮ খ্রিস্টাব্দে ১৯ জুলাই উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ঘোষণাপত্র প্রকাশ করেন।

ঘোষণাপত্রের দিক:
 তাঁর নির্দেশিত ঘোষণাপত্রের মূল দিকের মধ্যে রয়েছে____

(১) শিক্ষাব্যবস্থাকে পাঁচটি স্তরে বিভাজন (প্রাথমিক, মাধ্যমিক ,উচ্চমাধ্যমিক, বিশ্ববিদ্যালয়,
 শিক্ষক ও শিক্ষা বিভাগ)
(২) প্রতিটি প্রেসিডেন্সিতে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন।
(৩) স্কুল পরিচালন কমিটি গঠন।
(৪) মেধাবী ছাত্রদের বৃত্তি দান।
(৫) নারী শিক্ষার প্রসার।
(৬) সাধারণ শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার ব্যবহার।
(৭) শিক্ষণ ও শিক্ষক বিভাগ স্থাপন।
(৮) ডক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন পদ সৃষ্টি ইত্যাদি।

মূল্যায়ন: সুতরাং উডের নির্দেশনামা ওপর ভিত্তি করেই বাংলা তথা ভারতে উচ্চ শিক্ষার ব্যবস্থা প্রবর্তিত হয়। এই নির্দেশ নামা ওপর ভিত্তি করে কলকাতা ,মুম্বাই ও মাদ্রাসা এ তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। যে কারণে এই নির্দেশ নামা গুরুত্বের উপর নির্ভর করে একে শিক্ষাক্ষেত্রে ম্যাগনাকার্টা বা মহাসনদ বলা হয়।

এই প্রশ্নগুলি দেখুন :

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।