মেঘদুত কাব্যে পূর্ব মেঘ ও উত্তর মেঘ সম্পর্কে আলোচনা করো
প্রেম মূলক গীতিকাব্য হিসাবে কালিদাসের মেঘদূত' বিশ্ব বন্ডিত। আদ্যপ্রান্ত মন্দাক্রান্তা ছন্দে নিবন্ধ প্রায় শতাধিক পদের রচিত এই কাব্যটি পূর্বমেঘ ও উত্তরমেঘ দুইটি অংশে বিভক্ত। কাব্যটি নিতন্ত বস্তু ও ভারহিন প্রিয়া বিরহে দীর্ঘশ্বাসে প্রিয়া মিলনে শ্রুতি আকাঙ্ক্ষায় পরিপূর্ণ।
পূর্ব মেঘের বিষয়বস্তু হলো
কোন এক যক্ষ কর্তব্যকর্মে অবহেলার জন্য প্রভু কুবের কর্তিক নির্বাচিত হয়ে রামগিরি পর্বতে কালযাপন করেছিলেন কোনো ক্রমে। ইত্যবসতে এল বর্ষা।আষাঢ়ের প্রথম দিনে আকাশে এক খন্ড কালো মেঘ দেখে ব্যাকুল হৃদয়ে বিরহী যক্ষ চেতনে-অচেতনে ভুলে মেঘকে প্রিয়ার নিকট বার্তা পাঠানোর জন্য নিয়োগ করলেন এখানে কবি রামগিরি থেকে অলকাপুরী পর্যন্ত পথের বর্ণনা মুখে মেঘের উদ্দেশ্যে দিয়েছেন ,সেই পথে রস ও সৌন্দর্যের বিচিত্র সমাবেশের সঙ্গে কলারতের কামনার প্রতিফলন ঘটেছে কবির রামগিরি সানুদেশ থেকে উজ্জয়িনীর মধ্য দিয়ে বহু নদী পার হয়ে অলকার স্বপ্নপুরীতে যাওয়ার পথ দেখিয়েছিলেন দূতমেঘকে পূর্ব মেঘে এভাবে পথের নির্দেশ দেয়া হয়েছে।