রাঢ়ী উপভাষার ভৌগোলিক অঞ্চল ও বৈশিষ্ট্য আলোচনা করো?
ভৌগোলিক অঞ্চল :
কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনিপুর, হুগলি, বর্ধমান, বীরভূম, নদীয়া, 24 পরগনা।
রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য :
ধ্বনিগত বৈশিষ্ট্য :
১. ' অ' স্থলে ' ও ' উচ্চারিত হয়। যেমন - মধু --> মোধু
২. অভিশ্রুতির ব্যবহার দেখা যায়।
৩. অঘোষ বর্ণ ঘোষ বর্ণের মতো উচ্চারিত হয়। যেমন - কাক -> কাগ
রূপগত বৈশিষ্ট্য :
১. অধিকরণ কারকে ' এ ' এবং ' তে ' বিভক্তি দেখা যায়। যেমন - জলে মাছ থাকে / নদীতে নৌকা চলে।
২. গৌণ কর্মে কে বিভক্তি দেখা যায়। যেমন - আমাকে, তোমাকে।
Read Also :