ঝাড়খন্ডী উপভাষা ভৌগলিক অঞ্চল ও বৈশিষ্ট্য আলোচনা করো?

ঝাড়খন্ডী উপভাষা ভৌগলিক অঞ্চল ও বৈশিষ্ট্য আলোচনা করো?


ভৌগলিক অঞ্চল :
পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া

ঝাড়খন্ডী উপভাষার বৈশিষ্ট্য :

ধ্বনিগত বৈশিষ্ট্য :
১. ' ও ' স্থলে ' অ ' উচ্চারিত হয়। লোক -> লক
২. নাসিক্যীভবন এর প্রবণতা দেখা যায়। 
৩. অল্পপ্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয়।

রূপগত বৈশিষ্ট্য:
অধিকরণ কারকে কে বিভক্তি দেখা যায়।

    এই চ্যাপ্টারের আরো অন্যান্য প্রশ্নগুলিও দেখুন

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।