বঙ্গালী উপভাষার ভৌগলিক অঞ্চল ও বৈশিষ্ট্য আলোচনা করো?

বঙ্গালী উপভাষার ভৌগলিক অঞ্চল ও বৈশিষ্ট্য আলোচনা করো?


ভৌগোলিক অঞ্চল : 
ঢাকা, খুলনা, যশোর, ফরিদপুর ও ময়মনসিংহ।

বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য

ধ্বনিগত বৈশিষ্ট্য :
১. ও এর স্থলে উ উচ্চারিত হয়। উদাহরন : তোমার -> তুমার
২. অপিনিহিতির সার্বিক প্রয়োগ দেখা যায়। যেমন করিয়া -> কইরা।
৩. মহাপ্রাণ বর্ণ অল্পপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয়। যেমন - ভাই -> বাই

রূপগত বৈশিষ্ট্য :
১. অধিকরণ কারকে '' বিভক্তি দেখা যায়। যেমন - ঘরত থাকুন
২. কর্তৃ কারকে 'এ' বিভক্তি দেখা যায়।


    এই চ্যাপ্টারের আরো অন্যান্য প্রশ্নগুলিও দেখুন

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।