মগধের উত্থানের কারণ কি ছিল ? | Class 11 History | একাদশ শ্রেণী ইতিহাস

মগধের উত্থানের কারণ কি ছিল

খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র 16 টি মহাজনপদের অস্তিত্বের কথা জানা যায়। এই মহাজনপদ গুলি পরবর্তীকালে শক্তিশালী হয় এবং অন্যান্য মহাজনপদ গুলি গ্রাস করে উত্তর ভারতের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করে।


মগধের উত্থানের কারণগুলি হল

  • ভৌগলিক অবস্থান 
মগধ বর্তমানে বিহারের গয়া জেলার গঙ্গা নদীর তীরে অবস্থিত রাজধানী রাজগৃহ । পাহাড় ও নদী দ্বারা পরিবেষ্টিত ভৌগলিক অবস্থানের কারণে বৈদেশিক আক্রমণ সহজ হতো না ফলে সুরক্ষিত থাকত।

  • ভৌগলিক দূরত্ব

 ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত থেকে এটি অনেক দূরে অবস্থিত ছিল ফলে বিদেশি আক্রমণ কারীর পক্ষে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে আক্রমণ করা কঠিন ছিল।

  • উর্বর কৃষিজমি
 মগধ নদীমাতৃক হওয়ায় কৃষি জমি উরবর ছিল ফলে ফসল উৎপাদন ভালো হতো। তাই আর্থিক উন্নতি ঘটিয়ে সেনাবাহিনী সমৃদ্ধ করতে পেরেছিল।

  • বাণিজ্যের বিকাশ
 স্থল ও জল পথ দুই ক্ষেত্রেই বাণিজ্য ভাল হত। নদীপথে দেশের অভ্যন্তরে ও বিদেশে বাণিজ্য চলত। বাণিজ্যিক সমৃদ্ধি মগধের উত্থানএর অন্যতম কারণ।

  • অরণ্য সম্পদ
 মগধের ঘন অরণ্য থেকে কাঠ ও মনোযোগ ফসল ফল ফুল সংগ্রহ করে অনেকে জীবিকা নির্বাহ করতেন। সেই সাথে সাথে অরণ্য থেকে সেনাবাহিনীর প্রয়োজনীয় রণ হস্তি সংগ্রহ করত।

  • খনিজ সম্পদ
 এখানে খনিজ সম্পদের প্রাচুর্য ছিল ফলে তামা ও লোহার খনি গুলি অস্ত্রশস্ত্র ও কৃষি যন্ত্রপাতি নির্মাণের কাজে ব্যবহার করা হতো।

  • মিশ্র সংস্কৃতি
 মগধের সীমানায় একদিকে আর্য অন্যদিকে অনার্য সংস্কৃতির অবস্থান থাকায় এখানে মিশ্র সংস্কৃতি গড়ে ওঠে অগ্রগতি ত্বরান্বিত করে।

  • সুযোগ্য নেতৃত্ব
 মগদের রাজারা ছিল শক্তিশালী বিম্বিসার, অজাতশত্রু , চন্দ্রগুপ্ত মৌর্য ,সাম্রাজ্যের উন্নতির শিখরে পৌঁছে ছিল।

উপরিউক্ত কারণে মগধের উত্থান ঘটেছিল হেম চন্দ্র রায় চৌধুরী বলেন সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলি আবর্তিত হচ্ছে তেমনি মগধ কে কেন্দ্র করে মহাজনপদ গুলির ঐক্যবদ্ধ হয়েছিল।

TAG :
মগধের উত্থানের দুটি কারণ
মগধের উত্থানের অর্থনৈতিক কারণ
মগধের উত্থান সম্পর্কে লেখ

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।