দ্বাদশ শ্রেণী ইতিহাস ছোট প্রশ্ন | ক্লাস 12
Part 2 : HS History Short Questions Suggestions
1. শ্রীরঙ্গপত্তনামের দুটি শর্ত লেখ।
1. টিপু সুলতান যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 3 কোটি 30 লক্ষ টাকা প্রদান করবেন এবং নিজের রাজ্যের অর্ধাংশ নিজেদের ছেড়ে দিবেন।
2. ক্ষতিপূরণের টাকার জমিন হিসেবে টিপু তার বিস্তৃত দুই পুত্রকে ইংরেজদের হাতে তুলে দেবেন।
2. কোন যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হন?
1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের টিপু সুলতান পরাজিত ও নিহত হন।
3। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
আফগান শাসক আহমেদ শাহ আবদালী সঙ্গে মারাঠা শক্তির 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল।
4। সুরাটের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
1775 খ্রিস্টাব্দে রঘুনাথ রাউও ইংরেজদের মধ্যে।
5। ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?
মারাঠা নেতা নানা ফড়নবিশ কে।
6। বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
1802 খ্রিস্টাব্দে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের মধ্যে।
7। বেসিনের সন্ধি দুটি শর্ত লেখ
i) পেশোয়া ইংরেজদের সঙ্গে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে আবদ্ধ হয় ।
ii) পেশোয়ার সুরক্ষার জন্য পুনায় ইংরেজ সেনাবাহিনী এর নিয়োগ করা হয়।
8। কোন ঐতিহাসিক ভারতের কোন সময়কে জলবিভাজিকা বলে অবহিত করেছেন?
ডক্টর পার্সেল স্পিয়ার 1818 খ্রিস্টাব্দে ভারতের ইতিহাস কে জলবিভাজিকা বলে অভিহিত করেছেন।
9। অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
1809 খ্রিস্টাব্দে রণজিৎ সিং এবং ইংরেজদের মধ্যে।
10। কবে কাদের মধ্যে লাহোরের সন্ধি স্বাক্ষরিত হয়?
1846 খ্রিস্টাব্দে পাঞ্জাবের শিখ শক্তি এবং ইংরেজদের মধ্যে।
11। লাহোরের সন্ধি দুটি শর্ত লেখ?
শতদ্রু দক্ষিণাঞ্চল ইংরেজদের অধীনস্থ হয়।
শিক্রা কাসেমীর রাজ্যটি ইংরেজদের ছেড়ে দেয়।
12। কত খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?
1849 খ্রিস্টাব্দে এর মার্চ মাসে ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন।
13 । 1764 খ্রিস্টাব্দে ভারতে কয়টি প্রেসিডেন্সি স্থাপিত হয়েছিল?
তিনটি। বাংলা মুম্বাই মাদ্রাজ প্রেসিডেন্সি।
14। রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়?
1773 খ্রিস্টাব্দে
15। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট এর ওয়ারেন হেস্টিংস এর কাউনসিলিং কারা সদস্যপদ লাভ করেন?
ক্লেভারিন, মনসন, বারওয়েল, ফিলিপ ফ্রান্সিস.
16 । কোন আইন অনুসারে ভারতের সুপ্রিম কোর্ট স্থাপিত হয়?
1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন অনুসারে।
17। সুপ্রিমকোর্টে কবে কোথায় প্রথম স্থাপিত হয় এর প্রধান বিচারপতির নাম কি?
1774 খ্রিস্টাব্দে কলকাতায়।
এর প্রথম ও প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে
18। পিটের ভারত শাসন আইন কি?
ব্রিটিশ প্রধানমন্ত্রী উয়িলিয়াম পেটের উদ্যোগে 1784 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক নামে একটি আইন পাশ হয় যা সাধারণভাবে পিটের ভারত শাসন আইন নামে পরিচিত।
19। পিটের ভারত শাসন আইন এর দুটি শর্ত লেখ
ব্রিটিশ অর্থসচিব একজন রাষ্ট্রপতি মনোনীত কাউন্সিলিংয়ের 8 জন সদস্যকে নিয়ে বোর্ড অফ কন্ট্রোল স্থাপিত হয়।
বোর্ড অফ কন্ট্রোল এর যাবতীয় নির্দেশ ভারতে কোম্পানির কাছে পাঠানোর দায়িত্ব প্রদানের উদ্দেশ্যে কোম্পানির তিনজন ডাইরেক্টর কে নিয়ে সেক্রেটারি কমিটি গঠিত হয়।
20। ব্রিটিশ ভারতে চাটাবা সনদ আইন গুলি কি ?
ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সনদ নবীগণের উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্ট 1793 খ্রিস্টাব্দ থেকে প্রতিবছর কুড়ি বছর অন্তর মোট চারটি আইন পাস করে এগুলি চার্টার অ্যাক্ট পাস হয় নামে পরিচিত।
21। কোন আইন দ্বারা কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোভ করা হয়?
1813 খ্রিস্টাব্দে চার্টার এক্ট দারা।
22। 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন এর দুটি শর্ত লেখ
ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।
এখন থেকে গভর্নর জেনারেল ভাইসরয় উপাধিটি ভূসিত ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
23 উপনিবেশিক ভারতের নিরিখে আইনের শাসন বলতে কি বোঝো?
ব্রিটিশ শাসকরা উপনিবেশিক ভারতের আইনের শাসনের ধারণার প্রবর্তন করেন এর অর্থ ছিল যে ব্রিটিশ শাসন আইনের শাসন পরিচালনা করবে।
24। কর্নওয়ালিস কোড কি?
1793 খ্রিস্টাব্দে লর্ড কর্ণওয়ালিশ কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন নীতি ও কর্ম পদ্ধতি প্রবর্তন করেন এই কর্মপদ্ধতি কর্নওয়ালিস কোড নামে পরিচিত।
25। কাকে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো?
ভারতীয় আমলাতন্ত্র কিংবা ভারতীয় সিভিল সার্ভিস কে ।
26 । কে ভারতের নতুন পুলিশি ব্যবস্থা গড়ে তুলেন?
লর্ড কর্নওয়ালিস
27 । কে কবে ভারতে স্থায়ী সেনাবাহিনী গড়ে তুলেন?
748 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন স্ট্রেঞ্জার লরেন্স।
28। ইংরেজরা ভারতের কোন জাতি গুলিকে যুদ্ধ উপযোগী জাতি হিসেবে চিহ্নিত করেন?
ইংরেজদের অনুগত উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের পাঠান পাঞ্জাবের উত্তর ভারতের রাজপুত নেপালের গোর্খা জাতি গুলিকে যুদ্ধাপযোগী হিসেবে চিহ্নিত করেন।
29। পিল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়?
ভারতের সামরিক বিষয় তদারকির উদ্দেশ্যে।
30। ওয়ারেন হেস্টিংস ভারতে কোন কোন বন্দোবস্ত চালু করেন?
পাঁচশালা ও একসালা বন্দোবস্ত চালু করেন।
31। কে কবে কি উদ্দেশ্যে ভ্রাম্যমাণ কমিটি গঠন করেন?
1774 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস তার চারজন সদস্য কে নিয়ে একটি কমিটি গঠন করেন। এর উদ্দেশ্য ছিল রাজস্ব আদায় করা।
32। ইজারাদারি ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত কি?
ব্রিটিশ শাসনকালে রাজস্ব আদায়ের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ কমিটির জেলায় জেলায় ঘুরে জমি বন্দোবস্ত দিত। যে জমিদার সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে রাজি হতো তাকে পাঁচ বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হতো ইহা পাঁচশালা ব্যবস্থা ব্যবস্থা নামে পরিচিত।
33। কে কোন কমিটি বাতিল করে রাজস্ব বোর্ড বা বোর্ড অফ রেভিনিউ করে ?
লর্ড হেস্টিংস 1773 খ্রিস্টাব্দে ভ্রাম্যমাণ কমিটি বাতিল করে রাজস্ব বোর্ড গঠন করেন।
34 । কে কবে কি উদ্দেশ্যে আমিনী কমিশন গঠন করেন?
বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংস 1776 খ্রিস্টাব্দে আমিনী কমিশন গঠন করেন এর উদ্দেশ্য ছিল রাজস্ব সম্পর্কিত তথ্য সংগ্রহ করা।
35। শোর গ্রান্ট বিতর্ক কি?
কর্নওয়ালিসের ভারতের জমির বন্দোবস্ত সংক্রান্ত মতামত নিয়ে রাজস্ব বিভাগের প্রধান যশোর এবং দলিল বিভাগের প্রধান জেমস এর মধ্যে বিতর্ক হয়েছিল তা শোর গ্রান্ট বিতর্ক নামে পরিচিত।
36। কে কবে কোথায় 10 সালা বন্দোবস্ত চালু করেন?
বড়লাট লর্ড কর্ণওয়ালিশ 1789 খ্রিস্টাব্দে বাংলা ও বিহারের এবং 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যার দশশালা বন্দোবস্ত চালু করেন।
37। কে কবে কোথায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন?
লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে 22 শে মার্চ বাংলা বিহার উড়িষ্যা চিরস্থায়ী বন্দোবস্ত করেন।
38। চিরস্থায়ী বন্দোবস্তের দুটি শর্ত লেখ?
জমিদাররা বংশানুক্রমিকভাবে জমির ভোগ দখল করতে পারেন।
জমিদার ইচ্ছেমতো জমিদান বিক্রি বা বন্ধ রাখতে পারে।
39 । সূর্যাস্ত আইন কি?
চিরস্থায়ী বন্দোবস্তের শর্তানুযায়ী বছরে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে কোম্পানীর নির্ধারিত খাজনা দিতে না পারলে সেই জমিদারের জমি বাজেয়াপ্ত হত এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত।
40। পাত্তান প্রথা কি?
চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে জমিদাররা সময়মতো খাজনা আদায়ের জন্য তাদের জমি এক একটি অংশ থেকে খাজনা আদায়ের জন্য অন্য কোন ব্যক্তিকে নিয়োগ করতেন এই প্রথা পাত্তান প্রথা নামে পরিচিত।
41। কোন ঐতিহাসিক চিরস্থায়ী বন্দোবস্ত একটি দুঃখজনক ভুল বলে অভিহিত করেন?
ঐতিহাসিক মোমস।
42। কোথায় কাদের উদ্যোগে কবে রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়?
ভারতের দক্ষিণের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যাপ্টেন আলেকজান্ডার রেড ওসিআর টমাস মনরো উদ্যোগে 1820খ্রিস্টাব্দে রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়।
43। রায়তওয়ারি বন্দোবস্ত দুটি বৈশিষ্ট্য
এই ব্যবস্থায় সরাসরি কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করার ফলে সরকার কৃষকদের মাঝে কোন মধ্যস্বত্বভোগী শ্রেণীর অস্তিত্ব ছিলনা।
এই ব্যবস্থায় জমির সম্পূর্ণ মালিকানা ছিল সরকারের হাতে কৃষকদের জমির উপর কোন অধিকার ছিল না।
44। কবে কোথায় মহলওয়ারি বন্দোবস্ত চালু হয় ?
1822 খ্রিস্টাব্দে গাঙ্গেয় প্রত্যক্ষ উত্তর-পশ্চিম প্রদেশ ও মধ্য ভারতের কিছু কিছু অঞ্চলে মহলওয়ারি ব্যবস্থা চালু হয়।
45। ভাইয়াচারি বন্দোবস্ত বলতে কী বোঝো?
ব্রিটিশ সরকার উনবিংশ শতকে পাঞ্জাব ভাইয়াচারি ব্যবস্থা চালু করে । এই ব্যবস্থা অনুসারে রাজস্ব আদায়ের দায়িত্ব গ্রামের একজন ব্যক্তির হাতে প্রধানভাবে রাজস্ব আদায় করা হতো।
46। এজেন্সি ব্যবস্থা কাকে বলে?
1753 থেকে 1775 খ্রিস্টাব্দ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিভিন্ন কর্মচারী কে এজেন্ট হিসেবে নিয়োগ করে তাদের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় করত এটি এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত।
47। অবশিল্পায়ন কি?
ব্রিটিশ শাসনকালে ভারতের বাজার গুলি ইংল্যান্ডের শিল্প কারখানায় উৎপাদিত পণ্যে ছেয়ে গেলে চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়ে যায় এই ঘটনা অবশিল্পায়ন নামে পরিচিত।
48। ভারতের প্রথম কারা রেলপথ প্রতিষ্ঠিত করে?
বড়লাট লর্ড ডালহৌসির আমলে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত করে।
49। কাকে ভারতীয় রেলপথের জনক বলা হয়?
লর্ড ডালহৌসি কে
50। ভারতে কবে কোথায় প্রথম রেলপথ স্থাপিত হয়
1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে পর্যন্ত 21মাইল পথ প্রথম রেলপথ স্থাপিত হয়