দ্বাদশ শ্ৰেণীৰ ইতিহাস । Class 12 History Short Questions And Answers [YEAR] | ইতিহাস প্রশ্ন উত্তর class 12 question uttar

Class 12 History chapterwise Questions and Answers In Bengali | দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ছোট প্রশ্ন | class 12 itihas question



1. দ্বিতীয় বিষযুদ্ধের সূচনাকালে ভারতের বড়োলাট কে ছিলেন?

উ: লিনলিথগো.

2. কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়?
উ: 1939 খিস্টাব্দে 1 লা সেপ্টেম্বর জার্মানি পোলেন্ড আক্রমণ করে। এর প্রতিক্রিয়ায় 3 সেপ্টেম্বর ফ্রান্স ও ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দ্বিতীয় বিশযুদ্ধ শুরু হয়।

3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন দুটি শক্তির মধ্যে হয়েছিল?
উ: মিত্রশক্তি ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও আমেরিকা এবং অক্ষশক্তি জার্মানি, জাপান, ইতালি মধ্যে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

4। ব্রিটিশ সরকার কবে ভারত রক্ষা আইন প্রণয়ন করে?
উ: 1939 খ্রিস্টাব্দে।

5। কে কবে কোথায় সারা ভারত বিরোধী সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত করেছিল?

উ: 1946 খ্রিস্টাব্দের রামগড়ে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে।

6। আগস্ট প্রস্তাব বা লিনলিথগো প্রস্তাব কি?
উ: 1946 খ্রিস্টাব্দে আগস্ট এর শুরুতে জার্মানির কাছে মিত্রপক্ষে ফ্রান্স পরাজিত হয়, এবং ব্রিটেনও প্রচন্ড বিপর্যয়ের মুখে পড়ে। এই পরিস্থিতি ভারতীয় নেতৃবৃন্দ কে কিছুটা খুশি করে এদেশের জনসম্পদ ও অর্থ-সম্পদ যুদ্ধের কাছে ব্যবহারের উদ্দেশ্য নেওয়া হয়। এই উদ্দেশ্যে বড়লাট লিনলিথগো 1940 খ্রিস্টাব্দে আটই আগস্ট একটি ঘোষণা করে। তার সেই ঘোষণা আগস্ট প্রস্তাব বা লিনলিথগো প্রস্তাব পরিচিত।

7। লিনলিথগো আগস্ট প্রস্তাব সমূহের দুটি উল্লেখ করো?
উ: 1. দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি এবং জাতীয় সংসদের নেতাদের নিয়ে একটি যুদ্ধ উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।
2. ভবিষ্যতে ভারতে তাকে স্বায়ত্তশাসনের মর্যাদা দেওয়ার বিষয় বিবেচনা করা হতো।

8। কংগ্রেস কেন আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেন?
উ: আগস্ট প্রস্তাব তে ভারতকে পূর্ণ স্বাধীনতা দানের কোন প্রতিশ্রুতি দেয়া হয়নি । তাই 1946 খ্রিস্টাব্দে একুশে আগস্ট ওয়াদা অধিবেশনে কংগ্রেস ওয়ার্কিং কমিটি লিনলিথগো আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

9। লিনলিথগো প্রস্তাব ভারতের পক্ষ থেকে কোন দুটি শর্ত উল্লেখ করা হয়?
উ: 1 যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় সরকার গঠন করতে হবে।
2 ব্রিটিশ কে প্রতিশ্রুতি দিতে হবে যে যুদ্ধ অবধি তারা ভারতকে স্বাধীনতা প্রদান করেন।

10। ক্রিপস প্রস্তাব কি?
উ: ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্টাফোর্ড ক্রিপস এর নেতৃত্বে সম্পন্ন ভারতে আসে। 1942 খ্রিস্টাব্দে ভারতকে স্বায়ত্তশাসন প্রদানের লক্ষ্যে নিয়ে 29 শে মার্চ এক গুচ্ছ প্রস্তাব পেশ করে যা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত।

11। কিপস মিশন এর দুটি উল্লেখযোগ্য প্রস্তাব উল্লেখ করো।
উ: 1. যুদ্ধের পর ভারতকে ডোমিনিয়ন এর মর্যাদা দেয়া হবে।

2. যুদ্ধের পর ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সভা গঠন করা হবে।

12. গান্ধীজী কোন প্রস্তাবকে একটি ফেল পড়া ব্যাংকের চেক এর সঙ্গে তুলনা করেছেন?
উ: ক্রিপস প্রস্তাব কে

14. গান্ধীজী কোন পত্রিকায় ভারতছাড়ো আন্দোলনের পরিকল্পনা পেশ করেন?

উ: হরিজন পত্রিকায়।

15.কবে ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাব গৃহীত হয়?
উ: 1942 খ্রিস্টাব্দে 14 ই জুলাই কংগ্রেস কার্যনির্বাহক সমিতি ওয়ারাই ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন।

16. করেঙ্গে ইয়ে মরেঙ্গে কথাটি কে বলেছেন?
উ: ভারতছাড়ো আন্দোলনে গান্ধীজী এই কথাটি বলেন।

17. আগস্ট বা ভারত ছাড়ো আন্দোলন কোন কোন শহরে ছড়িয়ে পড়ে?
উ: বোম্বাই, আমেদাবাদ, কলকাতা, পুনা, নাগপুর ,কানপুর, কেরালা, মহীশূর ,ইত্যাদি।

18. আন্দোলনের কয়েকজন নেত্রীবৃন্দের নাম লেখ
উ: জয় প্রকাশ নারায়ন ,সুচেতা কৃপালিনী, রামমোহন রায়, অজয় মুখার্জী ,সুশীল ধারা, নানা পাতিল।

19. জাতীয় সরকার কবে কার নেতৃত্বে গড়ে ওঠে?
উ: 1942 খ্রিস্টাব্দে 17 ই ডিসেম্বর সতীশচন্দ্র সামন্ত নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়।

20. কোন ঐতিহাসিক ভারতছাড়ো আন্দোলন কে যুবকদের আন্দোলন বলে অভিহিত করেছেন?
উ: অরুণ চন্দ্র ভূঁইয়া

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।