Class 12 Selective Short Questions Answers [YEAR] | দ্বাদশ শ্রেণী ইতিহাস ছোট প্রশ্ন

HS Important Short Questions And Answers [YEAR]

দ্বাদশ শ্রেণির ইতিহাস



1. কে ভারত ছাড়ো আন্দোলন কে অযৌক্তিক ও দায়িত্ব জ্ঞান বলে অভিহিত করেছেন?

উ: ডঃ বি আর আম্বেদকর।

2. দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ইন 1942 গ্রন্থটির লেখক কে?
উ: জ্ঞানেন্দ্র পান্ডে

3. "দা কুইট ইন্ডিয়া মুভমেন্ট" গ্রন্থটি কার লেখা?
উ: অরুণ চন্দ্র ভূঁইয়া

4. 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন-
উ: সুভাষচন্দ্র বসু

5. কেন সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করেন?
উ: গান্ধীজীর সমর্থনপুষ্ট কংগ্রেস গোষ্ঠীর অসহযোগিতার জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতির পদত্যাগ করেন।

6. কোন উদ্দেশ্যে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন?

উ: জাতীয় আন্দোলন কে গতিশীল ও সংগ্রামী মুখী করে তুলতে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন।

7. সুভাষচন্দ্র বসু কোথায় কাদের নিয়ে ফ্রী ইন্ডিয়া সেন্টার গঠন করেন?
উ: 1941 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু বার নিল, গিরিশ মুখার্জী, এম .আর . ভারতীয় কে নিয়ে ইন্ডিয়া সেন্টার গঠন করে।

8. কোথায় সুভাষচন্দ্র বসু নেতাজি শিরোপায় ভূষিত হন?
উ: জার্মানির বার্লিনে সুভাষচন্দ্র বসু নেতাজির শিরোপার ভূষিত হন।

9. কোথায় কার নেতৃত্বে আজাদ হিন্দ সরকার গঠিত হয়?
উ: সিঙ্গাপুরের নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে 1943 খ্রিস্টাব্দে একুশে অক্টোবর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়।

10. নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কি নাম দিয়েছিলেন?
উ: আন্দামানের নাম দিয়েছিলেন শহীদ আন্দামান-নিকোবরের স্বরাজ।

11. আজাদ হিন্দ বাহিনী ভারতের কোথায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে?
উ: মণিপুরে কহিমাই 1944 6 ই এপ্রিল।

12. কেন আজাদ হিন্দ সেনারা অস্ত্র ত্যাগ করতে বাধ্য হন?
উ: জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করলে জাপানিদের দ্বারা অস্ত্র ও খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায় ফলে আজাদহিন্দ সেনাদের অস্ত্র ত্যাগ করতে বাধ্য হয়।

13. রশিদ আলী দিবস কি?
উ: আজাদহিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলী কে মিশরে 7 বছর সশ্রম কারাদণ্ড দেয়া হলে, 11 ই ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট এবং 12 তারিখে সাধারণ ধর্মঘট ঘটে যা রশিদ আলী দিবস নামে পরিচিত।

14. নৌ বিদ্রোহ কবে কোথায় প্রথম শুরু হয়েছিল?

উ: 1946 খ্রিস্টাব্দে 18 ই ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়েছিল।

15. কার নির্দেশ নো বিদ্রোহীরা আত্মসমর্পণ করে?
উ: কংগ্রেস নেতা সর্দার বল্লভ ভাই প্যাটেল এর নির্দেশে।

16. সি আর রাজাজি সূত্র কি?
উ: ভারতছাড়ো আন্দোলনের সময় মুসলিম লীগের একমাত্র দাবী ছিল পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠন। এটি বাস্তবে জাতীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচিত হয়ে থাকে। এই অবস্থায় ভারতকে দিখন্ডিত না করে অথচ জিন্নাহ দাবি মোটামুটি মেনে নেয় গান্ধীজী। মাদ্রাজের চক্রবর্তী রাজ গোপালাচারী সমাধানসূত্র প্রকাশ করেন তারই সমাধান সূত্র রাজা সি.R পরিচিত।

17 ওয়াভেল পরিকল্পনা কি?
উ: বড়লাট ওয়াবিল 1945 খ্রিস্টাব্দে 14 ই জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে একটি সূত্র উদযাপন করেন সেটি ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত।

18. ওয়াভেল পরিকল্পনা দুটি প্রস্তাব উল্লেখ করো।
উ:
ক .ব্রিটিশ সরকার শীঘ্রই ভারতের ক্ষমতা হস্তান্তর ও সংবিধান রচনার কাজ শুরু করবে।

খ . নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ভারতীয়দের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে।

19 কে কবে সিমলা বৈঠক ডেকেছিলেন?
উ: বড়লাট ওয়াফিল তার পরিকল্পনার বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য শিমলা এক সর্বদলীয় বৈঠক ডাকেন।

20. সিমলা বৈঠকের কারা সভাপতিত্ব করেন?
উ: কংগ্রেসের পক্ষে মৌলানা আজাদ এবং মুসলিম লীগের পক্ষে মোহাম্মদ আলী জিন্নাহ।

21. ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কি?
উ: ভারতবাসীকে স্বাধীনতা দান সম্পর্কে ভারত সচিব প্যাথিক লোরেন্স, বাণিজ্যসচিব স্টাফোর্ড ক্রিপস এবং এবি আলেকজান্ডার উচ্চক্ষমতাসম্পন্ন ব্রিটিশ প্রতিনিধি দলটি ভারত ইতিহাসে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন নামে খ্যাত।

22. কোন পরিকল্পনা মেনে ভারতীয় গণপরিষদ গঠিত হয়?
উ: মন্ত্রী মিশন পরিকল্পনা অনুযায়ী।

23. গণপরিষদে নির্বাচিত কয়েকটি সদস্যের নাম লেখ?
উ: বল্লভ ভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, চক্রবর্তী রাজ গোপালাচারী, শরৎচন্দ্র বসু।

24. কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং প্রথম সভাপতি কে নির্বাচিত হন?

উ: 1946 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং প্রথম সভাপতি নির্বাচিত হন ডঃ রাজেন্দ্র প্রসাদ।

25. কারা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন?
উ: মুসলিম লীগ, পাকিস্তান আদায় এবং বর্তমানের ইংলিশ দায়িত্ব ও সম্ভাব্য হিন্দুপ্রধান এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সরকারের বিরুদ্ধে ডাক দেন।

26. গ্রেট ক্যালকাটা কিলিং বা কলকাতা হত্যাকাণ্ড কি?
উ: মুসলিম লীগ পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তার প্রত্যক্ষ সংগ্রাম দিবস এর ডাক দিল্লি, কলকাতা সাম্প্রদায়িক দাঙ্গা 1946 খ্রিস্টাব্দে 16 ই আগস্ট থেকে কুড়ি আগস্ট এই পাঁচ দিনে কলকাতায় কয়েক হাজার নিরীহ মানুষ মারা যায় যা গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত।

27. কবে কার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়?
উ: 1946 খ্রিস্টাব্দে 2 ডিসেম্বর জহরলাল নেহেরুর নেতৃত্বে।

28. অন্তর্বর্তী সরকারের কয়েকজন কংগ্রেসের মন্ত্রীর নাম?
উ: জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, চক্রবর্তী রাজাগোপালাচারী, সরদার বল্লভ ভাই প্যাটেল।

29. নিউ জাপানি জম কি?
উ: দ্বিতীয় চীন জাপান যুদ্ধের প্রেক্ষাপট জাপানের সামরিক শক্তি নির্ভর জাতীয়তাবাদের বিকাশ ঘটে। এই উগ্রজাতীয়তাবাদ নিউ জাপানি জম নামে
পরিচিত।

30. শোগুনতন্ত্র কি?
উ: জাপানের প্রধানমন্ত্রী কে বলা হত শকুন জাপানের সম্রাটের ক্ষমতা খর্ব করে সুগন্ধি অধিপত্য প্রতিষ্ঠিত হয় তা শোগুনতন্ত্র নামে পরিচিত।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।