রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয় ? এর বিভিন্ন দিক গুলি আলোচনা করো |

Class 12 History Selective Suggestions

1773 সালে রেগুলেটিং আইন এর বিভিন্ন দিক গুলি আলোচনা করো

ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দিকে ছিল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান কিন্তু কর্ণাটকের যুদ্ধ ও বক্সারের যুদ্ধের পর কোম্পানির দেওয়ানি লাভ করে এ দেশের প্রশাসনিক অধিকার অর্জন করে এবং রাজনৈতিক আধিপত্য স্থাপনে প্রয়াসী হন।

প্রেক্ষাপট
কোম্পানির গঠনগত দুর্বলতা ও কর্মচারীদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য কোম্পানি নানান সমস্যায় পড়ে। কোম্পানি পরিচালনায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপের সুযোগ ছিল না। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা এই অবস্থায় কোম্পানির বিষয়ে হস্তক্ষেপ করার জন্য চাপ দিতে থাকে। এই 1773 সালে ইংল্যান্ডে যে আইন পাস হয় তা রেগুলেটিং অ্যাক্ট নামে পরিচিত।

আইনের বিভিন্ন দিক যথা-

      A. গঠনতান্ত্রিক দিক
       B. শাসন পদ্ধতির দিক

A. গঠনতান্ত্রিক দিক
বিলাতে কোম্পানির পরিচালক সভায় মালিকসহ সভার গঠনতন্ত্রে কিছু পরিবর্তন ঘটানো হয়। আইনে বলা যায় যে-

1. কোম্পানি অংশীদারদের বণিকসভা ভোটদানের অধিকার 500 পাউন্ড এর পরিবর্তে 1000 পাউন্ড করা হয়।

2. পরিচালক সভার সদস্য সংখ্যা হবে 24 তার কার্যকর মেয়াদের সংখ্যা চার বছর হবে

3. প্রতিবছর পরিচালক সবার একের চার অংশ অর্থাৎ ছয়জন পদত্যাগ করবেন।

4. ভারত বর্ষ থেকে রাজস্ব বিষয়ে যেসব কাগজপত্র তা ব্রিটিশ সরকারের অর্থ বিভাগ কে দেখতে হবে।

B. শাসন পদ্ধতি দিক

1. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেন্দ্রীয় সরকার বাংলা মুম্বাই মাদ্রাজ প্রেসিডেন্সি নিয়ে গঠিত হয়।

2. বাংলার গভর্নর ভারতের গভর্নর জেনারেল হিসেবে ঘোষিত হবেন।

3. চারজন সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গভর্নর জেনারেল কে সাহায্য করবে।

4. কোনও বিষয়ের পক্ষে-বিপক্ষে সমপরিমাণ ভোট পড়লেও, গভর্নর জেনারেল অতিরিক্ত ভোট দিতে পারবেন।

সুপ্রিম কোর্ট স্থাপন

রেগুলেটিং আইন দ্বারা একজন প্রধান বিচারপতি ও তিনজন সাধারণ বিচারপতি কে নিয়ে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত করা হয়। 1774 খ্রিস্টাব্দে এর প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে।

ত্রুটি

1. বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সি রুপোর বাংলার গভর্নর জেনারেলের ক্ষমতা সুনির্দিষ্ট না হওয়ায় সমস্যা দেখা যায়।

2. গভর্নর জেনারেল এর সঙ্গে সুপ্রিম কোর্টের সম্পর্ক সুনির্দিষ্ট না হওয়ায় উভয় পক্ষের মধ্যে ক্ষমতার শুরু হয়।

3. ক্ষমতা সুনির্দিষ্ট না হওয়ায় দেশীয় বিচারালয় গুলির উপর সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ শুরু করে।

গুরুত্ব

1. ইহাই ছিল কোম্পানির শাসিত ভারতের জন্য প্রথম লিখিত ও পার্লামেন্ট অনুমোদিত শাসনতন্ত্র।

2. এই আইনের মাধ্যমে ব্যক্তি শাসনের পরিবর্তে গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হয়।

3. এই আইনের ফলে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।