মানব জীবনে কাস্ট ভূমিরূপের প্রভাব লেখ
কাস্ট প্রকৃতি নানাদিক থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের কর্মধারাকে প্রভাবিত করে তুলেছে।
প্রভাবগুলি হলঃ
1. খনিজ সমপদঃ
কাস্ট অঞ্চল চুনাপাথর, ডলোমাইট প্রভৃতি সম্পদে পরিপূন্য। এগুলি বিভিন্ন রাসায়নিক ও বিভিন্ন ইস্পাত শিল্পে ব্যাপক চাহিদা রয়েছে, তাই এগুলি উওলনের জন্য মানুষ নিযুক্ত আছে।
2. আশ্রয়স্থলঃ
চুনাপাথরের গুহা বহুকাল থেকে মানুষের আশ্রয়স্থল,প্রতিরক্ষা, পবিত্রস্থান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে।
3. জলবিদু্্যৎঃ
গুহার নদী ও প্রসবন থেকে জলবিদু্্যৎ উৎপাদন করা হয়। চিনে এভাবে জলবিদু্্যৎ উৎপাদন করা হয়।
4. শিল্প :
প্রসবনের জল থেকে পাতন কারখানা গড়ে উচেছে। যেমনঃ- পিক ক্যাভান,কেনটাকি।
5. পর্যটন শিলপঃ
বতমানে গুহাকে ঘিরে পর্যটন শিল্প বিস্তার লাভ করেছে।
6. পশুপালনঃ
কাস্ট অঞ্চলে বেশিরভাগ ঘাস লক্ষ্য করা যায়। গোচারনভূমির অভাব হয় না। সেই জন্য এই অঞ্চলে পশুপালন করা হয়।
7. অনুর্বর মাটিঃ
কাস্ট ভূ - প্রকৃতি কৃষিকাজের অনূপযোগী কারন মাটির অগভীর ও পাথুরে হওয়ায় মৃক্তিকা ক্ষয় বেশি হয়। তাই মাটি অনুর্বর প্রকৃতি।
8. গুদামঘরঃ
গুহা কখনো আবার গুদাম ঘর রূপেও ব্যবহৃত হয়।
9. রুদ্ধ জলপ্রবাহঃ
ক্ষয়িত পদার্থ ভূ-অভ্যন্তরের জন্য জলনিকাশের মুখ গুলিতে জল জমা হয়ে জল প্রবাহের পথ আটকে দেয়, মধ্যস্থিত নদী আর জল পায় না,প্রয়োজনীয় জলের অভাবে নদী তখন নদী পরিত্যাগ করে।
10. উদ্ভিদের অভাবঃ
মৃক্তিকা ক্ষয় এবং অনুবর মৃক্তিকার জন্য স্বাভাবিক উদ্ভিদ বেশি জন্মাতে পারেনা ফলে উদ্ভিদ জাত সম্পদের অভাবে মানুষের অনেক অশুবিধা দেখা যায়।
অন্যান্য প্রস্নসমুহ :