ভূগর্ভে গঠিত কাস্ট অঞ্চলের ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো ।

 ভূগর্ভে গঠিত কাস্ট ভূমিরূপ গুলি হলো --

A.ক্ষয়জাত ভূমিরূপ 

1.গুহা ও গহ্বর:-

চুনাপাথর যুক্ত অঞ্চলে জলের দ্রবণ ক্ষয় কার্যের যে স্বাভাবিক শূন্যস্থান বা গর্তের সৃষ্টি হয় তাকে গুহা। 

গুহা গুলি আকারে বড় হলে তাকে গহ্বর বলে। 


বৈশিষ্ট্য:-

।.উলম্বভাবে বিন্যস্ত গুহাকে গ্যালারি গুহা বলে। 

।।.দ্রবণ কাজ ধসের ফলে সৃষ্টি হয়। 

উদাহরন:-ফ্রান্সের গুফরে বার্জার পৃথিবীর সবথেকে গভীরতম গুহা। 


B.সঞ্চয়জাত ভূমিরূপ

1.স্ট্যালাকটাইট :-

চুনাপাথর যুক্ত অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ঝুরিকে স্ট্যালাকটাইট বলে। 

বৈশিষ্ট্য:-

।.এগুলি গাছের ঝুড়ির মতো ঝুলতে থাকে। 

।।.নিচের দিকে অংশ তীক্ষ্ণ হয়।

।।।.এগুলি হেলে বা তীর্যকভাবে অবস্থান করলে তাদের হালিক্তাইট বলে।

উদাহরণ -ভারতের পাঁচমারি তে বোরাগুহালু তে দেখা যায়। 

Stalatite stalagmite


2.স্ট্যালাগমাইট:-

চুনাপাথর যুক্ত অঞ্চলে মেঝে থেকে উপরের দিকে উঠে থাকা দণ্ড কে স্ট্যালাগমাইট বলে।

বৈশিষ্ট্য:-

।. এগুলি মেসে থেকে উপরের উঠে দিকে থাকে। 

।।.এগুলি তীর্যকভাবে থাকলে এদেরকে হালিগমাইট বলে। 

।।।.এগুলির উপরের অংশ তীক্ষ্ণ হয়।

উদাহরণ:-বিহারের গুপ্তেশ্বর গুহাতে দেখা যায় ।


3.স্তম্ভ:-

স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মিলিত হয়ে থাকে তাকে স্তম্ভ বলে।

বৈশিষ্ট্য:-

।. এগুলি দন্তের ন্যায় আকৃতিবিশিষ্ট ।

।।.গুহার ছাদ কে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। 

উদাহরণ:-বক্সা জয়ন্তি মহাকাল গুহাতে দেখা যায়। 


4. ড্রিপস্টোন:-

মারাকিন ভু বিজ্ঞানী চুনাপাথরের গুহায় গঠিত ভূমিরূপ গুলোকে একত্রে ড্রিপস্টোন বলে।

আরো অন্য প্রশ্ন দেখুন:

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।